প্রতিবেদন : ফের বড়সড় বিতর্কের মুখে পড়ল বঙ্গ পদ্মশিবির। এবার ‘বাংলার বাড়ি’র নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল বিজেপির এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পাশাপাশি, উপভোক্তা টাকা দিতে না পারায় তাঁকে আক্রমণ করা হয় বলেও অভিযোগ। বুধবার ঘটনাটি ঘটে মালদহের হবিবপুর থানার ঋষিপুরের দেবীনগর গ্রামে।
Read More: কেন্দ্রীয় প্রকল্পে আস্থা নেই খোদ ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলির! – শিক্ষামন্ত্রকের রিপোর্টে চাঞ্চল্য
অভিযোগ, আবাস যোজনায় ২০ হাজার টাকা কাটমানি নেওয়ার পর ফের ১০ হাজার ঢাকা কাটমানি দাবি করা হয়। আর দাবিমতো কাটমানি দিতে না পারায় এক উপভোক্তার ছেলেকে মারধর করা হয়েছে। কাঠগড়ায় বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য। অভিযোগ, তার ইন্ধনেই ঘটেছে এমনটা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1897545901432037523
অভিযোগকারী সারিয়ান চৌধুরির অভিযোগ, বাড়ির ছাগল বিক্রি করে তিনি সেই পঞ্চায়েত সদস্যকে ২০ হাজার টাকা দেন। এরপর আবাসের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢোকে। কিন্তু কাজ শুরু করার পর সম্প্রতি আরও ১০ হাজার টাকা দাবি করে বিজেপির পঞ্চায়েত সদস্য ও তার দলবল।
Banglar Bari