প্রতিবেদন : চোটের কারণে মাসদুয়েকের জন্য ছিটকে গিয়েছেন নির্ভরযোগ্য মিডফিল্ডার দানি সেবায়োস। পাশাপাশি কার্ড-সমস্যার জন্য ছিলেন না জুড বেলিংহ্যামও। কাজেই মঙ্গলবার রাতের মাদ্রিদ ডার্বিতে নতুন করেই দল সাজাতে হয়েছিল রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তিকে। খানিক চিন্তায় ছিলেন রিয়াল-ভক্তরাও। তবে শেষমেশ স্বস্তির হাসি ফুটল ‘মাদ্রিদিস্তা’দের মুখে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন পর্বের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করলেন রদ্রিগো ও ব্রাহিম দিয়াজ। অ্যাটলেটিকোর হয়ে একমাত্র গোলটি জুলিয়ান আলভারেজের।
এদিন সেন্তিয়াগো বের্নাবেউতে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। ভালভের্দের বাড়ানো বল পেয়ে অদম্য ক্ষিপ্রতায় অ্যাটলেটিকোর বক্সে ঢোকেন রদ্রিগো। তারপর বাঁ-পায়ের নিখুঁত শটে বল জড়িয়ে দেন জালে। ৩২ মিনিটে সমতা ফেরান জুলিয়ান আলভারেজ। যে গোলটি করলেন, তা এবছরের ইউসিএল মরসুমের অন্যতম সেরা। প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে দ্বিতীয় গোল হজম করে অ্যাটলেটিকো। মেন্ডির পাস থেকে বল পান রিয়ালের স্পেনীয়-মরক্কান ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ। তারপর বিপক্ষের ডিফেন্ডারদের ড্রিবল করে তা ঠেলে দেন গোলে। এরপর মেতে ওঠেন উদযাপনে। তিনি রিয়ালের প্রথম একাদশে থাকবেন কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। তারই যোগ্য জবাব দিলেন ব্রাহিম।
বাকি সময়ে দুই দল কিছু সুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলতে পারেনি। তবে শেষ লগ্নে যে সুবর্ণ সুযোগ নষ্ট করে রিয়াল, তা দেখে কার্যত হাত কামড়াচ্ছিলেন লস ব্লাঙ্কো সমর্থকরা। বক্সের মধ্যে ভিনিকে পাস দিতে ভুল করেন এমবাপে। ফলত গোল আসেনি। ম্যাচ শেষ হয় ২-১ ব্যবধানে। ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন রদ্রিগো। আগামী বুধবার রাতে, অ্যাটলেটিকোর ঘরের মাঠ রিয়াধ এয়ার মেট্রোপলিটানোয় দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।