প্রতিবেদন : জন্মের জাল শংসাপত্র তৈরিতে মিলল বিজেপিশাসিত বিহারের যোগ! সেই সূত্র ধরেই বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাতে ধরা পড়েছে জনৈক লক্ষ্মণ কুমার। জেরায় জানা গিয়েছে, বড় অঙ্কের টাকার বিনিময়ে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি হত বিহারে!
কয়েকদিন আগেই কলকাতা পুলিশের পাসপোর্ট বিভাগে কমপক্ষে ৭ জন আবেদনকারীর নথি যাচাই করার সময় ভুয়ো জন্ম শংসাপত্রের বিষয়টি সামনে আসে। শুরু হয় তদন্ত। তখনই লক্ষ্ণণ কুমারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। জেরায় ধৃত লক্ষ্মণ জানিয়েছে, বিহার থেকে মোটা টাকার বিনিময়ে ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করিয়ে দিয়েছিল তার এক আত্মীয়।
তদন্তকারীদের মনে প্রশ্ন উঠছে, যে কটি জাল জন্ম শংসাপত্র পাওয়া গিয়েছে, সবই কি বিহার থেকে এসেছে? পাসপোর্ট কেন্দ্রের বাইরে যে দালালরা কাজ করেন, তাদের একাংশ এই চক্রের সঙ্গে জড়িত বলে অনুমান করছে পুলিশ।