কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছে ঘাসফুল শিবির। এবার নেতাজি ইন্ডোরের মেগা মঞ্চ থেকে ছাব্বিশের নির্বাচন নিয়ে ফের বাংলায় সবুজ ঝড় বইবে জানিয়ে টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মেগা মঞ্চ থেকেই বিরোধীদের সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়ে ঘাসফুল পতাকা যে বাংলায় শক্ত ঘাঁটি তৈরি করে রেখেছে, তা কোনও নড়াতে পারবে না তা-র স্পষ্ট বার্তা দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন জানান, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ২১৫-এর বেশি আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। ফের ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক আরও বলেন, “২০১৪ থেকে একটা হলেও আসন বাড়াতে হবে। বিজেপি-সিপিএম-কংগ্রেসকে এক ছটাক জমিও ছাড়ব না। একাই লড়াই করব।”

উল্লেখ্য, চলতি মাসেই বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি। আবার হরিয়ানাতে আপ কংগ্রেসকে সাহায্য করেনি। তাই দুই জায়গায় বিজেপি জিতে গিয়েছে। সবাইকে একসঙ্গে থাকতে হবে। তবে বাংলায় কংগ্রেসের কিছু নেই। একাই লড়ব। আমরা একাই যথেষ্ট। দুই তৃতীয়াংশের বেশি আসন পাব। আমরা চতুর্থবার সরকার গড়ব।” এবার ‘একাই লড়াই করব’ সুর চড়া করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
প্রসঙ্গত, পাশাপাশি অভিষেকের সন্দেশখালি ইস্যুকে তুলে এদিন তিনি বলেন, “আজ থেকে ঠিক একবছর আগে ২৭ ফেব্রুয়ারি বাংলায় কী পরিস্থিতি ছিল। কীভাবে বসিরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে কলুষিত করার চক্রান্ত বিরোধীরা করেছিল। মানুষ তাঁর যোগ্য জবাব দিয়েছে লোকসভা নির্বাচনে ২২ আসন পেয়েছি। বিজেপির ১৮ টি আসন ছিল, কুৎসার কারণে ১২ টা আসনে নেমে এসেছে।”