প্রতিবেদন : বুধবার রাতে কোপা দেল রে সেমি-ফাইনালের প্রথম পর্বের ম্যাচে রিয়াল সোশিয়াদাদের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ। একমাত্র গোলটি করেন তরুণ ব্রাজিলীয় স্ট্রাইকার এন্ড্রিক। জয়ের দিনেও রিয়ালকে চিন্তায় ফেলল চোট-বিভ্রাট। ম্যাচের শেষ লগ্নে হাঁটুতে চোট পেলেন স্পেনীয় মিডফিল্ডার দানি সেবায়োস। দু-মাসের জন্য ছিটকে গেলেন তিনি। পাশাপাশি, স্পেনীয় ফুটবলে আরও একবার উঁকি দিল বর্ণবিদ্বেষের করাল ছায়া।
এদিন স্যান সেবাস্তিয়ানের রিয়ালে এরিনায় (সোশিয়াদাদের ঘরের মাঠ) ম্যাচের ঊনিশ মিনিটে জুড বেলিংহ্যামের নিখুঁত লং পাস থেকে বল পান এন্ড্রিক। প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি তিনি। এই নিয়ে চলতি মরসুমে ছয়টি গোল করে ফেললেন এন্ড্রিক। ম্যাচের বাকি সময় দুই দল একাধিক সুযোগ পেলেও গোলের মুখ খুলতে পারেনি। শেষপর্যন্ত ম্যাচ শেষ হয় ০-১ ফলাফলে। সেমিফাইনালের দ্বিতীয় পর্ব আগামী ১ এপ্রিল, রিয়ালের ঘরের মাঠ সেন্তিয়াগো বের্নাবেউয়ে।
তবে এই ম্যাচেই আরও একবার ইউরোপীয় তথা স্পেনীয় ফুটবল কলঙ্কিত হল বর্ণবিদ্বেষের কালিমায়। ফের দর্শকদের বর্ণবৈষম্যমূলক আচরণের মুখে পড়লেন রিয়ালের ব্রাজিলীয় তারকা ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওকে উদ্দেশ্য করে কুরুচিকর ও অপমানজনক মন্তব্য করতে থাকেন রিয়াল সোশিয়াদাদ সমর্থকরা। এরপর ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে বানরের মতো অঙ্গভঙ্গি করেন এক দর্শক। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে হস্তক্ষেপ করতে হয় রেফারিকে। ম্যাচের বিরতির ঠিক আগে দর্শকদের বর্ণবিদ্বেষমূলক আচরণ নিয়ে রেফারির দৃষ্টি আকর্ষণ করেন ভিনি। রেফারি খেলা বন্ধ করে দেন।

এবিষয়ে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি বলেছেন, “রেফারির সঙ্গে কথা বলে ভিনিসিয়াস। রেফারি খেলা বন্ধ করে দেন। তিনি নিয়ম মেনেই কাজ করেন। এটা হওয়ারই ছিল।” উল্লেখ্য, রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে বারবার বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন ভিনিসিয়াস। সমাজমাধ্যমে তাঁর বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক প্রচারের জন্য চারজনকে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। গত বছরের জুনে ভিনির বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক আচরণের জন্য ভ্যালেন্সিয়ার তিন সমর্থকের আট মাসের কারাদণ্ড হয়। যা স্পেনীয় ফুটবলে নজিরবিহীন। কিন্তু এতকিছুর পরেও বর্ণবিদ্বেষে লাগাম টানা যাচ্ছে না একেবারেই।