কলকাতা: বকেয়া টাকা রাজ্যকে দিচ্ছে না কেন্দ্র কিন্তু তাতেও বাংলায় আটকাচ্ছে না প্রকল্প। বাংলার মানুষ নানান প্রকল্পের সুবিধা ভোগ করছেন। সৌজন্যে মমতা বন্দোপাধ্যায়। নেতাজি ইনডোরের মেগা মঞ্চে বক্তব্য রাখার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মর্মে বাংলাকে বঞ্চিত রাখার কেন্দ্রের যে ছক তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ফের বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
এদিন বক্তব্য রাখতে গিয়ে অভিষেক সন্দেশখালি প্রসঙ্গ টেনে বিজেপির কুৎসা নিয়ে বলেন, “আজ থেকে ঠিক একবছর আগে ২৭ ফেব্রুয়ারি বাংলায় কী পরিস্থিতি ছিল। কীভাবে বসিরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে কলুষিত করার চক্রান্ত বিরোধীরা করেছিল। মানুষ তাঁর যোগ্য জবাব দিয়েছে। কুৎসার কারণে ১৮টি থেকে ১২টি আসনে নেমে এসেছে। ২০২৪ সালে নির্বাচন লড়ার সময় বলেছিলাম, আমরা মানুষের পাশে রয়েছি। রাজ্য সরকার বাড়ি করে দেবে বলেছিল। করেছে। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। কেন্দ্র টাকা দেয়নি। রাজ্য ১২ লক্ষ বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দিয়েছে।”

তিনি এদিন আরও বলেন, “কেন্দ্রের দয়াদাক্ষিণ্য চাই না। কারও কাছে মাথানত করব না। ৫৯ লক্ষ গ্রাহককে ১০০ দিনের টাকা দেওয়া হবে। বাংলাকে ছোট করার পরিকল্পনা হয়েছে। আর জি কর থেকে শুরু করে পশ্চিমবঙ্গকে সকলের কাছে ছোট করার চেষ্টা করেছে। কিন্তু বাংলার মানুষকে ভুল বোঝাতে পারেনি। আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে রক্ষা করব। ওদের সিবিআই , ইনকাম ট্যাক্স আছে, কিন্তু তৃণমূলের মতো কর্মী ওদের নেই। কীভাবে ওরা বাংলাকে কলুষিত করেছে সবাই দেখেছেন। আমাদের লক্ষ্য, ওদের হারানো।”