কলকাতা : চলছে শেষ লগ্নের তোড়জোড়। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন। যোগ দেবেন তৃণমূলের পঞ্চায়েত, ব্লক, জেলা ও রাজ্য স্তরের নেতা-নেত্রীরা। ২০২৬-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যাতে বুথ স্তরের দলীয় কর্মীরাও দেখতে পান, তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার দলের সাংসদ থেকে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের পাশাপাশি সমস্ত শাখা সংগঠনের জেলা পর্যায়ের নেতৃত্ব নেতাজি ইন্ডোরে আসছেন। সব মিলিয়ে ১৯ হাজারের বেশি প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবারের রাজ্য সম্মেলনে আসছেন। তাই ইনডোরের চারপাশ ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ঘিরে ২০টির বেশি জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে। সূত্রের খবর, জেলায় জেলায় বিভিন্ন তৃণমূল কংগ্রেস অফিসে নেত্রীর বক্তব্য সরাসরি জায়ান্ট স্ক্রিনে এলাকার সাধারণ কর্মীদের দেখানোর ব্যবস্থা করছে সেখানকার দলীয় নেতৃত্ব।
এদিন সকাল ১১টায় প্রতিনিধি সম্মেলন শুরু হবে। দুপুরে নেত্রীর বক্তব্য দিয়ে শেষ হবে তা। বুধবার থেকে বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা কলকাতা পৌঁছে তৃণমূল ভবনে যোগাযোগ করে ডেলিগেট কার্ড সংগ্রহ করছেন। দলের তরফে মঙ্গলবার রাজ্য সভাপতি সুব্রত বক্সি-সহ রাজ্য নেতৃত্ব নেতাজি ইন্ডোরে গিয়ে মূল মঞ্চ এবং বিভিন্ন স্তরের জন প্রতিনিধিদের বসার শ্রেণিবিন্যাস করে নিয়েছেন। সাংসদ, বিধায়ক থেকে শুরু করে জেলা সভাপতি এবং শাখা সংগঠনের রাজ্য নেতৃত্ব কোথায় বসবে, তাও চিহ্নিত করে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই দলের জেলা সভাপতিদের রাজ্য তৃণমূল সভাপতির তরফে নির্দেশ পাঠিয়ে জানানো হয়েছে, আগের প্রতিনিধি তালিকার পাশাপাশি এসসি ও ওবিসি সেল, এসটি সেল, সংখ্যালঘু সেল, কিষান খেতমজুর সেল, কলকাতার তৃণমূল-যুব, মহিলা, আইএনটিটিইউসির সভাপতিরা প্রতিনিধি হয়ে আসবেন। এছাড়াও ইন্ডোরে প্রতিনিধি হয়ে ঢুকতে পারবেন তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, রাজ্য শিক্ষা সেল, আইএনটিটিইউসি, এসসি-এসটি-ওবিসি, কিষাণ খেতমজুর, সংখ্যালঘু সেল, মিডিয়া সেল, আইটি সেলের রাজ্য কমিটির সকল সদস্যই।