হায়দরাবাদ: ভাষা যুদ্ধের ডাকে আগুন জ্বলছে তামিলনাড়ুতে। এর মাঝেই এবার তেলেগু ভাষা নিয়ে বড় পদক্ষেপ তেলেঙ্গানায়। বুধবার তেলেঙ্গানার কংগ্রেস সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হল। এবার রাজ্যের সমস্ত স্কুলে বাধ্যতামূলকভাবে পড়াতে হবে তেলুগু ভাষা। আর এই নিয়মের অন্যথা করা যাবে না।
তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণি পর্যন্ত সমস্ত পড়ুয়াদের বাধ্যতামূলকভাবে পড়তে হবে তেলুগু ভাষা। শুধু তাই নয়, ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক হবে তেলুগু ভাষা। এই নিয়ম মানতে হবে সিবিএসই, আইসিএসই, আইবি ও তেলেঙ্গানার অন্য সমস্ত স্কুল বোর্ডকে।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেলেঙ্গানা রাজ্যের ২০১৮ সালের আইন অনুযায়ী, সিবিএসই, আইসিএসই এবং আইবি সমস্ত বোর্ডে তেলুগু ভাষায় শিক্ষাদান বাধ্যতামূলক। সেইমতো নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য তেলুগু ভাষাকে সহজ করতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরল তেলুগু ‘ভেনেলা’ পাঠ্যপুস্তক ব্যবহার করা হবে।
প্রসঙ্গত, হিন্দি হটাও নীতি মেনে বিজেপির বিরুদ্ধে ফুঁসছে তামিলনাড়ু। এই রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, “কেন্দ্র ২ হাজার কোটি টাকার পরিবর্তে যদি ১০ হাজার কোটি টাকাও দেয় তাহলেও এ পাপ আমি করব না। এই নীতিতে সই করলে তামিল সমাজ ২ হাজার বছর পিছনে চলে যাবে।” এর মাঝেই এবার তেলেঙ্গানার এই ঘোষণা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।