চেন্নাই: হিন্দি হটাও নীতিকে সামনে রেখে ভাষা যুদ্ধের ডাক দিয়েছে তামিলনাড়ু। হিন্দি ভাষাকে মান্যতা দেওয়ার বিরোধিতায় বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এহেন পরিস্থিতিতে তামিল অস্মিতা’ রক্ষার জন্য বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন রঞ্জনা নাচিয়ার।
খ্যাতনামা তামিল অভিনেত্রী রঞ্জনা নাচিয়ার তামিলনাড়ু বিজেপির শিল্প ও সংস্কৃতি বিভাগের দায়িত্বে ছিলেন। এবার এই ভাষা যুদ্ধের আবহেই বিজেপি থেকে নিজেকে সরিয়ে আনলেন তিনি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে নিজেকে সরিয়ে আনলেন তিনি। তিনি পদ্ম শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, রাজনৈতিক ফায়দা তোলার জন্য জাতীয়তাবাদকে ব্যবহার করছে বিজেপি।

মঙ্গলবার এক্স হ্যান্ডেলে রঞ্জনা লেখেন, ‘গত আট বছর ধরে বিজেপিতে নানা ভূমিকায় কাজ করেছি। তবে এবার বিদায়। লোকে ভাবে বিজেপি জাতীয়তাবাদী দল, যারা দেশের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, যারা ধর্মকে রক্ষা করে। কিন্তু আমি দেখতে পাচ্ছি কীভাবে রাজনৈতিক ফায়দা তোলার জন্য জাতীয় পরিচয় এবং ধর্মীয় মতাদর্শকে ব্যবহার করা হচ্ছে। সেটার সঙ্গে মানিয়ে নেওয়া আর সম্ভব নয়।’ নিজের তামিল পরিচয় উল্লেখ করে রঞ্জনা আরও বলেন, ‘তামিল ভাষার গরিমা, তামিল সংস্কৃতির ঐতিহ্য আর তামিল অস্মিতার সঙ্গে আপস করা সম্ভব নয়। যারা এটা বোঝে না, তাদের সঙ্গে থাকা যায় না।’