প্রতিবেদন : মহাকুম্ভের আবহেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের পরিবেশ নিয়ে সতর্কবার্তা দিলেন বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। বিশ্ব উষ্ণায়নের জেরে দ্রুত গলছে হিমবাহ। লাদাখের একটি হিমবাহ থেকে বরফের টুকরো নিয়ে সম্প্রতি আমেরিকা গিয়েছিলেন সোনম। সেখান থেকে ফিরেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন তিনি। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, ১৪৪ বছর পর যদি মহাকুম্ভ হয়, তা হতে পারে বালির উপর! পুণ্যস্নানের উপায় থাকবে না। কারণ, শুকিয়ে যেতে পারে সমস্ত নদী!
মঙ্গলবার দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলন করেন সোনম ওয়াংচুক। সেখানেই পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে সচেতন করেন সবাইকে। বলেন, যদি গঙ্গা, যমুনার মতো বহুবর্ষজীবী নদীর উৎস এই হিমবাহগুলোকে পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ না করা হয়, পরের মহাকুম্ভ বালির উপর করতে হতে পারে! হিমবাহ রক্ষার জন্য বহুদিন ধরেই আন্দোলন করছেন সোনম। লাদাখ থেকে পদযাত্রা করে দিল্লি আসেন। এরপর খারদুং লা-র একটি হিমবাহ থেকে বরফ নিয়ে আমেরিকা যান। অন্য পরিবেশকর্মীদের সঙ্গে যান বস্টনে হার্ভার্ড কেনেডি স্কুল, নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরেও।

উল্লেখ্য, ২০২৫ সালকে হিমবাহ সংরক্ষণের আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ। ২১ মার্চ বিশ্ব হিমবাহ দিবস পালিত হবে। ওয়াংচুক ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে হিমবাহের বরফ কমছে। কিন্তু কোনও পদক্ষেপ করা হচ্ছে না। আর্কটিক এবং অ্যান্টার্কটিকার পরে হিমালয়েই পৃথিবীর তৃতীয় বৃহত্তম বরফ এবং তুষার জমা রয়েছে। তাই এটিকে ‘তৃতীয় মেরু’ নাম দেওয়া হয়েছে। সে জন্য হিমালয় রক্ষার জন্য ওয়াংচুক দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে।