দিঘা: রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় গড়ে উঠতে চলেছে বিশাল জগন্নাথ মন্দির। নির্মীয়মাণ এই মন্দির পরিচালনার জন্য এবার মুখ্যসচিবের নেতৃত্বে ২৭ সদস্যের কমিটি তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, কমিটিতে ইসকন, পুরীর জগন্নাথ মন্দির, দিঘার মাসির বাড়ি, কালীঘাট মন্দির, রামকৃষ্ণ মিশন-সহ একাধিক প্রতিষ্ঠানের একজন করে সদস্যকে রাখা হয়েছে। বৃহস্পতিবার কমিটি প্রথমবার বৈঠকে বসবে। সেখানে মন্দিরের উদ্বোধন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর সংযোজন, জগন্নাথধামের জমি এবং বাড়ি হিডকোর হাতে তুলে দেওয়া হচ্ছে। বাকি সিদ্ধান্ত ট্রাস্ট নেবে। দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ শেষের পথে। আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের উদ্বোধন হবে। তার আগের দিন ২৯ এপ্রিল মন্দিরে শাস্ত্রীয় বিধি মেনে যজ্ঞ হবে।

পাশাপাশি, যোগী সরকারকেও কটাক্ষ করতে ভোলেননি মুখ্যমন্ত্রী। “আমি হাইপ তুলতে চাই না। আমার নিজের যতটা ক্যাপাসিটি তার মধ্যে থেকেই আমি কাজ করতে চাই। এ-প্রসঙ্গে টেনে আনেন কুম্ভমেলার কথাও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যোগীবাবু হয়তো রেগে যাবেন, কিন্তু যেটা সত্যি সেটা তো আমাকে বলতেই হবে”, জানান তিনি।