প্রতিবেদন : বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে ইতিমধ্যেই চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। খুশির হাওয়া বইছে সমর্থকদের মনে। তবে সীমিত ওভারের ক্রিকেটে ভাল পারফরম্যান্স হলেও টেস্ট ক্রিকেটে গত কয়েক মাসে ভারতের অবস্থা আশাব্যঞ্জক নয় একেবারেই। ঘরের মাঠে ৩-০ ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে পর্যুদস্ত হতে হয়েছে রোহিতদের। অজি সফরে গিয়েও প্রশ্নের মুখে পড়েছে দলের পারফরম্যান্স। এবার সেই সমস্যার সমাধানে নয়া পরিকল্পনার পথে হাঁটতে চলেছে বোর্ড।
আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। সেই সময়েও রোহিত-বিরাটরা লাল বলের প্রস্তুতি নিন, এমনটাই চাইছে বিসিসিআই। সূত্রের খবর, আইপিএলের মাঝেও লাল বলের অনুশীলন করতে বলা হবে ক্রিকেটারদের। সেই সঙ্গে নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারকে বিশেষ ধরনের অনুশীলন করানো হবে। তবে সবই এখনও পরিকল্পনার স্তরে আছে। শোনা যাচ্ছে, দুবাইয়ে বোর্ড কর্তারা এই নিয়ে আলোচনা করেছেন। যেদিন ভারত পাকিস্তানকে হারায়, সেদিনই এই আলোচনা হয়েছে।

আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র পায়নি ভারত। অবশ্য তারপরই জুন মাসে ইংল্যান্ডে টেস্ট সফর আছে। সেখানে যাতে দল ব্যর্থ না হয়, সেই জন্য সচেষ্ট বিসিসিআই। মাঝে খুব বেশি সময় পাওয়া যাবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৯ মার্চ। ২২ মার্চ থেকে শুরু আইপিএল। যা শেষ হবে ২৫ মে। আর ২০ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত পাঁচটি টেস্ট ম্যাচ হবে ইংল্যান্ডের মাঠে। তাই আইপিএলের মাঝেই লাল বলের অনুশীলনের জোর দিতে চাইছে বিসিসিআই।