কলকাতা: শিবরাত্রি উপলক্ষে এবার মেট্রো চলাচলেও পরিবর্তন। বুধবারই শিবরাত্রি, এদিন কলকাতা মেট্রোতে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে ১৩ জোড়া কম মেট্রো চলবে। কিন্তু এদিন প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিতই থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
এদিন শিবরাত্রি উপলক্ষে বহু জায়গায় ছুটি থাকবে। সরকারি অফিস, স্কুল, কলেজ সব বেশকিছু বেসরকারি অফিসও বন্ধ থাকে এদিন। তাই যাত্রী তুলনামূলক কম থাকবে৷ ২৬২ টি মেট্রো রোজ চলে কলকাতা মেট্রোর এই রুটে। কিন্তু বুধবার ২৩৬টি মেট্রো চলবে বলে জানানো হয়েছে।
মেট্রো কম চললেও দিনের প্রথম মেট্রো প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটেই। শেষ মেট্রোরও সময় বদল হচ্ছে না। সময় মতোই ছাড়বে মেট্রো। রাতের স্পেশাল সার্ভিসের সময়ে কোনও বদল ঘটছে না। রাত ১০টা ৪০ মিনিটেই ছাড়বে স্পেশাল মেট্রো। দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে মেট্রো সংখ্যা কমলেও বদল হচ্ছে না অন্য কোনও রুটের সময়সূচি বা সংখ্যাতে। সব মিলিয়ে এদিন যাত্রীদের ভোগান্তি বাড়বে বলেই মনে করছেন সাধারণ মানুষ।