লখনউ: যোগী রাজ্যে দুর্নীতি! এবার অঙ্গনওয়াড়ি বিভাগে দুর্নীতির অভিযোগ জানালেন স্বয়ং যোগীর মন্ত্রী। অঙ্গনওয়াড়ি বিভাগের দফতরে সটান চিঠি পাঠিয়ে দুর্নীতির পর্দাফাঁস করলেন উত্তরপ্রদেশের প্রতিমন্ত্রী প্রতিভা শুক্লা। এই নিয়োগ দুর্নীতি চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন প্রতিভা। এই চিঠি প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে।
দুর্নীতির অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস-এর শীর্ষ আধিকারিককে চিঠি লিখেছেন প্রতিভা শুক্লা। নিয়োগ নিয়ে দুর্নীতির কথা এই চিঠিতে তুলেছেন। পাশাপাশি শিশুদের খাবারের মান নিয়ে যে অভিযোগ উঠে এসেছে উত্তরপ্রদেশে, তা নিয়েও তিনি লেখেন। রাজ্যের অঙ্গনওয়াড়ি বিভাগের প্রধানকে চিঠি লিখে মন্ত্রীর অভিযোগ, টাকার বিনিয়মে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। এই নিয়োগ দুর্নীতি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে আবেদন জানিয়েছেন প্রতিভা শুক্লা। মন্ত্রীর এই চিঠি পেয়ে নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ প্রশাসন। এই চিঠিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
প্রসঙ্গত, রাজ্যের বহু জেলায় ৫২ হাজারের বেশি অঙ্গনওয়াড়ি পদ খালি পড়ে রয়েছে। গত বছর থেকে এই পদে সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করলেও বহু জেলায় নিয়োগে অনিয়ম ও হাই কোর্টে মামলার কারণে নিয়োগ প্রক্রিয়ায় বাধার মুখে পড়তে হচ্ছে সরকারকে। এ নিয়ে একটি কমিটিও গঠন করেছে যোগী সরকার। কিন্তু এর মাঝেই এহেন অভিযোগ প্রশাসনের অভ্যন্তর থেকেই আসার ফল বেশ অনেকখানি চাপে পড়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।