প্রতিবেদন : ব্যাটিংয়ে থাবা বসিয়েছে বয়স। গত কয়েক ম্যাচে সাবলীল ছন্দে দেখা যায়নি তাঁকে। কবে ফর্মে ফিরবেন, তা নিয়ে খানিক চিন্তিত ছিলেন ভক্তরা। আর ফর্মে ফেরাটা যে স্রেফ সময়ের অপেক্ষা ছিল, তা প্রমাণ করলেন বিরাট কোহলি। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠলেন। তাঁর অপরাজিত শতরানের সুবাদেই সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। দলকে ম্যাচ জিতিয়ে যারপরনাই খুশি বিরাট। ম্যাচ শেষে সাক্ষাৎকারের ধরা পড়ল সেই তৃপ্তিই।
এদিন প্লেয়ার অফ দ্য ম্যাচ-এর পুরস্কার নিয়ে সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট বলেন, “এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে যদি এভাবে ব্যাটিং করা যায়, তা অবশ্যই তৃপ্তিদায়ক। আরও ভালো লাগছে আমরা সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত করে ফেলেছি। টিমের জয়ে অবদান রাখতে পেরে দারুণ লাগছে। গত ম্যাচে কী কী ভুল করেছিলাম, সেগুলো থেকে শিখেছি।”
বিরাটের কথায়, “এদিন আমার কাজ ছিল মাঝের ওভারগুলোতে স্পিনারের বিরুদ্ধে খুব বেশি ঝুঁকি না নিয়ে ম্যাচটাকে নিয়ন্ত্রণ করা। শেষদিকে শ্রেয়স দ্রুততার সঙ্গে রান করেছে। আমিও বেশ কয়েকটা বাউন্ডারি মেরেছি। যেটা ওয়ান ডে’তে আমার স্বাভাবিক খেলাটা খেলতে সাহায্য করেছে। সত্যি বলতে কী, নিজের খেলাটা খুব ভালোভাবে বুঝি। জানি আমাকে কী করতে হবে। তাই বাইরের ব্যাপার-স্যাপারগুলো থেকে নিজেকে দূরে রাখি। টিম আমাকে যা দায়িত্ব দেবে, সেটা পালন করাই আমার লক্ষ্য।” পাশাপাশি, তরুণ ওপেনার শুভমন গিলের প্রশংসাও শোনা গিয়েছে তাঁর মুখে।