কলকাতা : ২০২৬ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। আগামী ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন। বেলা এগারোটায় তা শুরু হবে।
সম্মেলনে যোগ দেবেন তৃণমূলের পঞ্চায়েত, ব্লক, জেলা ও রাজ্য স্তরের নেতা-নেত্রীরা। বর্ধিত রাজ্য সম্মেলনের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসকে। দায়িত্ব পাওয়ার পর ইতিমধ্যেই দলের সম্মেলনের বিস্তারিত রূপরেখা নিয়ে আলোচনা শুরু করেছেন তাঁরা।
সোমবার বিকেলে দায়িত্বপ্রাপ্ত তিন নেতা এ নিয়ে বৈঠক করবেন। সেই সংক্রান্ত কাজ এগিয়ে গেলে তাঁরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবেন। রবিবার দুপুরে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বিকেল চারটের সময় বাইপাস ধাবার পাশে তৃণমূল ভবনে সেই বৈঠক হবে। থাকবেন উক্ত তিন নেতা ও রাজ্য-নেতৃত্বের অনেকেই।