প্রতিবেদন : অনুষ্ঠিত হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন পর্বের ড্র। গত বুধবার রাতেই শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজ। নকআউট পর্বে চলে গেছে ১৬টি দল। শুক্রবার তাদের নিয়ে রাউন্ড অফ সিক্সটিনের ড্র প্রকাশ করা হল উয়েফার তরফে। শেষে ষোলোয় মুখোমুখি হতে চলেছে মাদ্রিদের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে আরও এক লোভনীয় ম্যাচ অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। শেষ ষোলোয় প্রথম দল হিসেবে পৌঁছনো লিভারপুলের মুখোমুখি হতে চলেছে ফ্রান্সের ক্লাব প্যারিস সঁ জরমঁ।
অন্যদিকে, জার্মানির দুই হেভিওয়েট ক্লাবও মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয়। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। দ্বিতীয় দল হিসেবে নকআউটে পৌঁছনো বার্সেলোনা মুখোমুখি হবে বেনফিকার। আর্সেনালের প্রতিপক্ষ পিএসভি আন্দহোভেন। এদিকে ইন্টার মিলান খেলবে ফেয়ারনোর্ডের বিপক্ষে। অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ খেলবে ক্লাব ব্রুজে। বরুশিয়া ডর্টমুন্ড খেলবে ফ্রান্সের ক্লাব লিলির বিরুদ্ধে।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে এখন একই দেশের দুই দলও শেষ ষোলোয় মুখোমুখি হতে পারে। সেই কারণেই মাদ্রিদ ডার্বির পাশাপাশি বায়ার লেভারকুসেন বনাম বায়ার্ন মিউনিখের ম্যাচ দেখা যাচ্ছে। প্রি-কোয়ার্টারের প্রথম পর্ব ৪-৫ মার্চ এবং দ্বিতীয় পর্ব ১১-১২ মার্চ খেলা হবে। কোয়ার্টার ফাইনাল ৮-৯ এপ্রিল এবং ১৫-১৬ এপ্রিল খেলা হবে। সেমিফাইনাল হবে ২৯-৩০ এপ্রিল এবং ৬-৭ মে। ৩১ মে, মিউনিখে অনুষ্ঠিত হবে ফাইনাল।