কলকাতা : মহাকুম্ভের আবহে আরও একবার প্রকাশ্যে এসেছে কেন্দ্রীয় রেলমন্ত্রকের চূড়ান্ত অপদার্থতার চিত্র। একের পর এক প্রাণহানির সাক্ষী থেকেছে দেশ। নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবার এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের উপরে দৃষ্টিকটুভাবে চাপ দিচ্ছে মোদী সরকার! এক্স হ্যান্ডেলকে চিঠি লিখে ৩০০টি ভিডিও মুছে ফেলার কথা বলেছে রেল। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর জলজ্যান্ত প্রমাণ এই ভিডিওগুলি। যেখানে রেলের যথাযথ ব্যবস্থাপনার অভাব দিনের আলোর মতো পরিষ্কার।
নয়াদিল্লি রেল স্টেশনের পদপিষ্ট হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আরও একবার মোদী সরকারকে আক্রমণ করেছে তৃণমূল। রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ানের কথায়, গত দশ বছরে ৬৭৮টি ট্রেন দুর্ঘটনায় ৭৪৮ জন যাত্রীর মৃত্যুর পরেও কেন যাত্রী সুরক্ষা নিয়ে বাড়তি উদ্যোগ গ্রহণ করেনি ভারতীয় রেল৷

পাশাপাশি, রেলের তরফে দূর পাল্লার ট্রেনের সুরক্ষা যন্ত্র ‘কবচ’ সিস্টেম প্রয়োগের কথা বলা হলেও সারা দেশে ছড়িয়ে থাকা ৬৮০০০ কিলোমিটার রেল পথের মাত্র ২ শতাংশ পথে কেন কবচ বসানো হয়েছে? প্রশ্ন তোলেন ডেরেক। যাত্রী সুরক্ষা খাতে আরও বেশি বাজেট বরাদ্দের দাবি তোলেন তিনি৷ দেশের ৬৫০ কোটি রেল যাত্রীর সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজন পূর্ণ সময়ের রেল মন্ত্রী, এমনই দাবি তাঁর।