ধানবাদ: মহাকুম্ভ নিয়ে একের পর এক বিতর্ক। বিপর্যয়ের ঝড়ে ক্ষতবিক্ষত মহাকুম্ভ। এরমধ্যেই ফের মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়তেহল পুণ্যার্থীদের। জানা গিয়েছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা চারচাকা গাড়ির। তাতে ধাক্কা মারে আরও একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার পুণ্যার্থীর। তাঁরা সকলেই বাংলার বাসিন্দা।
শুক্রবার রাত ১টা নাগাদ, একটি চারচাকা গাড়িতে করে ১১ জন পুণ্যার্থী মহাকুম্ভে যাচ্ছিলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে গাড়িটি। ওই গাড়িটিকে আবার আরও একটি গাড়ি ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ১০ জন জখম হন। তড়িঘড়ি আহতদের উদ্ধার করা হয়। তাঁদের ধানবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা চারজনকে মৃত বলে জানান। মৃতদের মধ্যে গাড়ির চালকও ছিলেন।

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের ধানবাদের রাজগঞ্জ থানা এলাকার এই ঘটনায় মৃতরা মেদিনীপুরের গড়বেতা এবং হুগলির বাসিন্দা। মৃতেরা হলেন প্রণব সাহা, শ্যামলী সাহা, পিয়ালি সাহা। তাঁরা একই পরিবারের সদস্য। গাড়িচালকের নাম এখনও জানা যায়নি। এই দুর্ঘটনায় জখম বাকি ছজনের এখনও চিকিৎসা চলছে। ওই হাসপাতালে দেহগুলির ময়নাতদন্ত করা হবে।