ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ থেকে উপকৃত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। শুক্রবার সেবাশ্রয়ের সফলতা নিয়ে খতিয়ান সামনে আনলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ‘সেবাশ্রয়’ শিবিরে ৫০ দিনে উপকৃত হলেন প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ।
সেবাশ্রয়ের প্রতিটি স্বেচ্ছাসেবক ও চিকিৎসক মানুষের জীবনে আনন্দ আনতে তৎপর। ৯ বছর বয়সি শিশু আলতাফের জেআইএমএস হাসপাতালে বিশেষ হার্ট সার্জারি হয়েছে। সেবাশ্রয়ে কৃতি মান্না ও আলতাফের মতো শিশু যেমন চিকিৎসা পেয়েছেন সেরকমই বহু বয়স্ক নাগরিকও উপকৃত হয়েছেন। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে, কোনও রোগীর ভিনরাজ্যে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ব্যবস্থা করতে দেরি হবে না।

প্রসঙ্গত, চলতি বছরের ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে সেবাশ্রয় প্রকল্পের উদ্বোধন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়। শিবিরের প্রথমদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে হাজির হয়ে খতিয়ে দেখেছিলেন। তারপর থেকেই সাধারণ মানুষের সেবা দিতে তৎপর হয়ে উঠেছে সেবাশ্রয়।