এবার দলনেত্রী তথা চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসামে নতুন কমিটি ঘোষণা করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য কোর কমিটি, রাজ্য কমিটি এবং ফ্রন্টাল প্রধানদের নাম ঘোষণা করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, এই কমিটি ঘোষণা করে তারা আনন্দিত। কমিটির সকল সদস্যকে দলের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা জানানো হয়েছে।
ছয় সদস্যের আসাম প্রদেশ তৃণমূলের কোর কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে রয়েছেন অসম প্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা মলয় ঘটক, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, রাজ্য সভাপতি রমেনচন্দ্র বড়ঠাকুর, রাজ্যের বরিষ্ঠ সহসভাপতি (আহ্বায়ক) দুলু আহমেদ, রাজ্য সহসভাপতি ইজরায়েল নন্দা ও রাজ্য সাধারণ সম্পাদক তড়িৎ চট্টোপাধ্যায়।

পাশাপাশি, রাজ্য কমিটি গঠন করা হয় ৪২ সদস্যের। রমেনচন্দ্র বড়ঠাকুরের নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন একজন বরিষ্ঠ সহসভাপতি, সাতজন সহসভাপতি, ১০ জন সাধারণ সম্পাদক, ১৮ জন সম্পাদক এবং পাঁচজন কার্যনির্বাহী। এ ছাড়া রাজ্য ফ্রন্টাল প্রধানদের নামও ঘোষণা করা হয়েছে। মহিলা শাখার সভানেত্রী হয়েছেন বীণা দলমারি। পরাগ দাসকে দেওয়া হয়েছে যুব সভাপতির দায়িত্ব।