কলকাতা : ধর্মীয় উসকানিমূলক মন্তব্য করার জন্য অতিসম্প্রতিই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হয়েছিল রাজ্য বিধানসভায়। এবার একই নোটিসের মুখে পড়লেন আর এক বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। রাজ্য সরকারের প্রাপ্ত ‘স্কচ’ পুরস্কার নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে খড়গপুরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এই নোটিস আনেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
গত বুধবার বিধানসভায় দাঁড়িয়ে হিরণ মন্তব্য করেছিলেন, অর্থের বিনিময়ে নাকি রাজ্য সরকার একের পর এক ‘স্কচ’ পুরস্কার পেয়েছে! এই মন্তব্য আপত্তিজনক বলে সরব হন তৃণমূলের বিধায়করা। বৃহস্পতিবার তার পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা ভট্টাচার্য নোটিস এনে দাবি করেন, হিরণ যে মন্তব্য করেছেন, তার সপক্ষে তাঁকে নথি জমা দিতে হবে। সেইমতো স্পিকার বিজেপির তারকা বিধায়ককে সতর্ক করেছেন বলে জানিয়েছে সূত্র।

হিরণের এহেন অভিযোগ উসকে দিয়েছে আরও এক বিতর্ক। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধেও অর্থের বিনিময়ে ‘স্কচ’ পুরস্কার প্রাপ্তির অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই তা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে একাধিক মহলে।