না, পাওয়া গেল না অঘটনের বিন্দুমাত্র আঁচ। বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের দ্বিতীয় পর্বের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটিকে কার্যত উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কো-বাহিনীর আক্রমণের সামনে দিশাহারা দেখাল পেপ গুয়ার্দিওলার দলকে। সান্তিয়াগো বের্নাবেউ মাতোয়ারা হয়ে উঠল কিলিয়ান এমবাপের ফুটবল-জাদুতে। ইউসিএলে রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিকটি করলেন তিনি। শেষপর্যন্ত ৩-১ গোলে জিতল রিয়াল। পৌঁছে গেল শেষ ষোলোয়। দুই পর্ব মিলিয়ে ফলাফল ৬-৩।
প্লে অফ প্রথম পর্বের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৩-২ ব্যবধানে জিতেছিল রিয়াল। ম্যাচের ৮০ মিনিটে ১-২ গোলে পিছিয়ে পড়লেও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল কার্লো আনচেলোত্তির দল। বুধবার দ্বিতীয় পর্বের ম্যাচের আগে অঘটনের আশায় ছিলেন সিটি সমর্থকরা। কিন্তু সে গুড়ে বালি ঢেলে দিল রিয়াল। ম্যাচের শুরু থেকেই দাপট বজায় রেখেছিল তারা। মাত্র ৪ মিনিটের মাথায় তরুণ ডিফেন্ডার অ্যাসেনসিওর নিখুঁত লম্বা পাস থেকে বল পান এমবাপে। তারপর ম্যান সিটির গোলকিপার এডারসনের মাথার উপর দিয়ে নয়নাভিরাম ‘চিপ’ শটে বল জড়িয়ে দেন বিপক্ষের গোলে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অতিপরিচিত ‘কামা’ ভঙ্গিমায় করেন সেই গোলের উদযাপন।
এরপর ম্যাচের ৩৩ মিনিটে আসে রিয়ালের দ্বিতীয় গোল। বেলিংহ্যাম-ভিনিসিয়াস-রদ্রিগোর চমৎকার বিল্ড আপ থেকে বল পান এমবাপে। ম্যান সিটির ক্রোয়েশীয় ডিফেন্ডার গার্দিওলকে মাটি ধরিয়ে বল ঠেলে দেন গোলে। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধেও একইভাবে আক্রমণ শানাতে থাকে রিয়াল। ম্যাচের ৬১ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এমবাপে। ভালভার্দের পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে পরাস্ত করেন এডারসনকে। এবারের ইউসিএল মরসুমে সাতটি গোল হয়ে গেল ফরাসি তারকার।
তিনটি গোলের পরও রিয়ালের আক্রমণে ভাটা পড়েনি একটুও। তৈরি হয়েছিল একাধিক সুযোগ। তবে গোলের মুখ আর খোলেনি। ম্যাচের শেষ লগ্নে ম্যান সিটির হয়ে একমাত্র গোলটি করেন নিকো গঞ্জালেস। যদিও ততক্ষণে ফলাফল প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। শেষপর্যন্ত খেলার ফলাফল দাঁড়ায় ৩-১। এমবাপে ছাড়া আর কাউকেই ম্যাচের সেরা হিসেবে বেছে নেওয়া সম্ভব ছিল না। ম্যাচ জিতে আত্মবিশ্বাসী এমবাপে। সাফ জানিয়েছেন, ব্যক্তিগত শিরোপার চেয়ে রিয়ালের হয়ে আরও খেতাব জেতাটাই বেশি গুরুত্বপূর্ণ তাঁর কাছে।
উল্লেখ্য, এই নিয়ে গত চার বছরে চারবার ইউসিএলের নক আউটে মুখোমুখি হল রিয়াল ও ম্যান সিটি। তিনবার জিতেছে রিয়াল। একবার জয় পেয়েছে সিটি। রাউন্ড অফ সিক্সটিনে বায়ার লেভারকুসেন অথবা অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। লা লিগার আগামী ম্যাচে তাদের প্রতিপক্ষ জিরোনা। আর কোপা দেল রে সেমিফাইনালে এমবাপেরা খেলবেন রিয়াল সোশিয়াদাদের বিরুদ্ধে। ফলাফল নির্ধারিত হবে দুই পর্বের ম্যাচে।