কলকাতা: বুধবার সারাদিন মেঘলা আকাশ। পূর্বেই হাওয়া অফিস জানিয়েছিল, জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। বুধবার সন্ধের পর থেকেই চেহারা পাল্টাবে আবহাওয়া। ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া। ভাসবে কলকাতা।
বুধবার মোটামুটি সন্ধের পর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, সঙ্গে ঝোড়ো হাওয়া। ভাসতে চলেছে শহর কলকাতা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে যথাক্রমে ২৯ ডিগ্রি ও ২৩ ডিগ্রি। কিছুক্ষণ আগের আবহাওয়ার খবর থেকে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা সহ নদিয়া জেলাতেও বৃষ্টি হবে, ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া। এই দুই জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।

পূর্বেই জানানো হয়েছিল, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিতে রীতিমতো ভাসতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনায়। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।
আবার, শনিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান , বীরভূমে বেশি বৃষ্টির সম্ভাবনা। রবিবার রাতেও হবে বৃষ্টি হবে কলকাতা ও কয়েকটি জেলায়। সোমবার থেকে বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।