কলকাতা: পরিবহনে যুক্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধি করতে এবার নয়া উদ্যোগ রাজ্য সরকারের। রাস্তায় দুর্ঘটনার মান যাতে কমে সেই কারণেই এই উদ্যোগ নিল নবান্ন। এবার বাসচালক থেকে শুরু করে ক্যাপচালক পর্যন্ত এমনকি কন্ডাক্টরদেরও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে কারিগরি শিক্ষা দফতরের তরফ থেকে।
জানা গিয়েছে, রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি নেওয়ার পর থেকে রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কিছুটা কমলেও, কিছু বেপরোয়া চালকদের জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটছে। আর এদের বেপরোয়া চলাচল রুখতেই আরও ভালোভাবে প্রশিক্ষিত করতে চলেছে সরকার। স্টিয়ারিংয়ে বসে কী কী নিয়ম মেনে গাড়ি চালানো উচিৎ, কন্ডাক্টরের আচরণই বা কেমন হবে, এই সমস্ত বিষয় দেওয়া হবে প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের শেষে সরকারের তরফে দেওয়া হবে শংসাপত্র।
কারিগরি শিক্ষা দফতরের এই প্রশিক্ষণ নিতে পারবেন তারাও, যারা গাড়ি চালানোর পেশায় আসতে চান। তাছাড়া প্রশিক্ষণ শেষে মিলতে পারে চাকরিও। অতএব যারা এটাকে পেশা হিসাবে নিতে চান, তাঁদের কর্মসংস্থানের সুযোগ করে দেবে এই প্রশিক্ষণ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামীদিনে রাস্তায় প্রচুর পিংক বাইক নামবে, যা মহিলারাই চালাবেন। ফলে যে মহিলারা এই বাইক চালাতে চান, তাঁরা সরকারের এই প্রশিক্ষণ থেকে প্রশিক্ষিত হতে পারবেন। পরিবহণ সংগঠনগুলোকে বলা হয়েছে, চালক, খালাসি থেকে কন্ডাক্টর, প্রত্যেকের নামের তালিকা তৈরি করে পাঠাতে। গোটা রাজ্যেই এই দক্ষতাবৃদ্ধির প্রশিক্ষণ দেবে সরকার। তবে সেখানে কী কী থাকবে, তা ঠিক করবে পরিবহণ ও কারিগরি শিক্ষা দপ্তর।
উল্লেখ্য, মঙ্গলবার পরিবহন দফতরের তরফ থেকে ভিফিও কনফারেন্সের মাধ্যমে পরিবহণ সংগঠনের মালিকদের সঙ্গে বৈঠক করা হয়। সেখানে বাস-ট্রাক মালিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি অনলাইনে খাবার ডেলিভারি করা সংগঠনের প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন। সেখানে তারা কী ধরনের প্রশিক্ষণ চান, কতজন যোগ দিতে পারবেন, এই সমস্ত বিষয়ে জানতে চাওয়া হয়।