কলকাতা: আমেরিকা থেকে ভারতীয়দের হাতে পায়ে শিকল বেঁধে ফেরানো হচ্ছে দেশে। কিন্তু তাতেও কিছু ফারাক পড়ছে না মোদী সরকারের। একদিকে ভারতীয়দের করুণ দুর্দশা অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্ককে সুদৃঢ় করছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ভারতীয়দের অবস্থা দেখে সমালোচনার ঝড় তুঙ্গে। এবার তা নিয়েই প্রধানমন্ত্রীর ভূমিকা জানতে চেয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘অভিবাসী’ ভারতীয়দের শিকল পরিয়ে দেশে ফেরাচ্ছে আমেরিকা! এবার এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে নিশানায় নিয়ে প্রশ্ন তুললেন মমতা। এদিন মমতা বলেন, “আমরা আছি বলে দেশের কোনও ব্যাপারে বাংলা প্রশ্ন তোলে না। কেন শিকল পরিয়ে আনা হল? আপনারা বললেন ওটা প্রোটোকল।” প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, “আপনি যেদিন উপস্থিত ছিলেন সেদিনও ওইভাবে নিয়ে আসা হয়েছে। আপনি বলতে পারতেন, ফ্লাইট পাঠিয়ে নিয়ে আসছি।“
তিনি আরও বলেন, “সম্মানের সঙ্গে নিয়ে আসতে পারতেন। সেই দায়িত্ব তো আপনারা নেননি। তারপরও আমরা তো কিছু বলিনি।” কড়া গলায় মুখ্যমন্ত্রী বলেন, “আজ বলছি কারণ বাধ্য হয়েছি। না বললে তো আপনারা আমায় জঙ্গিদের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন। আমার মরে যাওয়া ভালো।”
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে গিয়েছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হয়। দুজনের হৃদ্যতাপূর্ণ ছবিও প্রকাশ করা হয়। তারপরেই দেখা যায়, আমেরিকা থেকে অভিবাসী ভারতীয়দের নিয়ে অমৃতসর বিমানবন্দরে নেমেছে মার্কিন সেনার বিমান। রবিবার রাতে ১১৬ জন ভারতীয়দের হাত-পায়ে শিকল পরিয়ে পাঠানো হয়েছে। পাগড়ি খোলানোর অভিযোগও সামনে এসেছে। সেই বিষয় নিয়েই এবার মোদি সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী।