প্রয়াগরাজ: মহাকুম্ভের পূণ্যস্নানে লক্ষ লক্ষ মানুষের ভিড়। এদিকে এই বৃহৎ আয়োজন পরিবেশ দূষণের মাত্রা ব্যাপক হারে বাড়িয়েছে৷ গঙ্গার অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে দাঁড়িয়েছে। গঙ্গার জল কোনভাবেই আর স্নান করার উপযুক্ত নয়। জাতীয় পরিবেশ আদালতে এই বিষয়টি স্পষ্ট জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে বলা হয়েছে, চলতি বছর জানুয়ারির ১২-১৩ তারিখে নদীর জল পরীক্ষা করা হয়েছে। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড (বিওডি)-এর নিরিখে ওই জল যে একেবারেই স্নানের জন্য উপযুক্ত নয় সেই কথা প্রমাণ হয়ে গিয়েছে। এমনকী কুম্ভ চলাকালীন বিভিন্ন সময়ে নদীর জল পরীক্ষা করে দেখা হয়েছে। ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রার দিক থেকেও এই জল স্নানের উপযুক্ত নয় বলেই প্রমাণিত হয়েছে।
কুম্ভমেলার সময়ে বিশেষ করে ‘শাহি স্নান’-এর দিনগুলিতে পুণ্যার্থীদের মাত্রাতিরিক্ত ভিড়ের ফলে জলে ব্যাকটেরিয়ার পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে। অর্থাৎ রিপোর্টে বলা হয়েছে, যে পরিমান জনসংখ্যা কুম্ভমেলার সময়ে স্নান করেছে, নদীর জলে ব্যাকটেরিয়ার পরিমাণ অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনস্থ ওই পর্ষদের রিপোর্ট পৌঁছেছে জাতীয় পরিবেশ আদালতের কাছে। এরপর এই বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে তলব করা হয়েছে। বুধবার উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরা দিয়ে এই সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।