বিধানসভার অধিবেশন চলাকালীন চূড়ান্ত বিশৃঙ্খলাপূর্ণ আচরণের জন্য সাসপেন্ড করা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আর তারপর ধর্মীয় বিভাজনের জিগির তুলে রাজ্য সরকারকে লজ্জাজনক আক্রমণ করলেন তিনি। তারই প্রতিবাদে বিধানসভায় জবাবি ভাষণে বিরোধী দলনেতাকে নাম না করে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আপনারা আবার বড় বড় কথা বলেন কী করে! একটা ধর্মকে বিক্রি করে তো খাচ্ছেন! মনে রাখবেন, আমরা সব ধর্মকে সম্মান করি।” বিরোধী দলনেতার এই মন্তব্যের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখবেন বলে জানান মমতা।
মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক থেকে রাজ্য সরকারকে সাম্প্রদায়িক বলে কুৎসা করেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, এই সরকারের মদতেই না কি বাংলায় জঙ্গিদের বাড়বাড়ন্ত। এর জবাবে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “আমার সঙ্গে জঙ্গিদের সম্পর্ক আছে? প্রমাণ দিলে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেব।” বিরোধী দলনেতার এই ধরনের মন্তব্যের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখবেন বলে জানান মুখ্যমন্ত্রী। “বাংলায় মাফিয়াদের কোনও জায়গা নেই। সন্ত্রাসকারী, দাঙ্গাকারীদের আমরা জায়গা দিই না”, স্পষ্টতই জানিয়ে দেন তিনি।