কলকাতা: বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে কাগজ ছুঁড়ে বিপাকে পড়েছেন শুভেন্দু সহ ৮ বিজেপি বিধায়ক। এরপরে রাজ্য সরকারের মর্যাদা ক্ষুণ্ণ এবং সাসপেনশনের কারণ নিয়ে মিথ্যাচার করায় বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশও দেওয়া হয়েছে। নোটিশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ভাষণ বয়কট বিজেপির। এবার পদ্মনেতাদের একহাত নিয়ে বিধানসভায় তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দু অভিযোগ করেছিলেন, রাজ্য সরকার আসলে মুসলিমের সরকার। হিন্দু ধর্মের হয়ে বলতে গিয়ে তাঁকে সাসপেন্ড হতে হয়েছে। এ প্রসঙ্গে এবার পাল্টা জবাব দিলেন মমতা। তাঁর কথায়, বিজেপি বিধায়করা একটি ধর্মকে বিক্রি করে খাচ্ছেন। রাজ্য়ের শাসকদলকে তা করতে হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরে বিধানসভায় বলেন, “একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন। আমি ব্রাক্ষ্মণ পরিবারের মেয়ে। ধর্ম বেচে খাই না।”
এদিন মুখ্যমন্ত্রী বিজেপিকে একহাত নিয়ে বলেন, বলেন, “আমার নামে আপনারা কী বলতে বাকি রেখেছেন? আমার আত্মসম্মান বিসর্জন দিয়ে রাজনীতি করব না। বারবার আমায় অসম্মান করতে দেব না। লক্ষ্মণরেখা যদি ভাঙবার চেষ্টা করেন তাহলে জবাব দেওয়ার অধিকার আমার আছে।” বিজেপি বিধায়কদের সাসপেনশন নিয়ে যে মিথ্যাচার পদ্মনেতারা করছেন তা নিয়েও সরব হন মমতা। তিনি বলেন, “মা সরস্বতীর অপমানের প্রতিবাদ করায় সাসপেন্ড হতে হয়েছে।”
তৃণমূলের তরফ থেকে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়ার পরেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ চরমে ওঠে বিজেপি বিধায়কদের। এরপর প্রতিবাদে নামে পদ্ম শিবির। এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ বয়কট করে বিজেপি। সিঁড়িতে ধরনা দেয় তারা। মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়েও বিরোধীদের তুলোধনা করেন। তিনি বলেন, “ওঁরা আমাকে ফেস করতে পারে না। তাই আমি যখন বলতে আসি ওঁরা চলে যায়।”