কলকাতা: নয়াদিল্লি থেকে আসানসোল সব জায়গায় মহাকুম্ভ নিয়ে বেগতিক অবস্থা। প্রয়াগরাজে মহাকুম্ভের দুর্দশার চিত্র তো সকলের চোখের সামনেই। নিত্যনতুন আগুন লেগে পুড়ে যাচ্ছে একাধিক তাঁবু। পার্কিং-এ জ্যাম, রাস্তায় জ্যাম, দুর্ঘটনায় মুড়ে গিয়েছে মহাকুম্ভ। এবার মহাকুম্ভ নিয়ে বিধানসভা থেকেই কেন্দ্রকে তোপ মমতার। মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ তকমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রয়াগরাজের মহাকুম্ভে যে আয়োজন যথাযথ নয়, তা অল্পবিস্তর সকলেই বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আগেই বলেন, উপযুক্ত পরিকল্পনা করা হয়নি। মঙ্গলবারও ফের একই অভিযোগ করলেন তিনি। মমতার কথায়, “মহাকুম্ভের কথা বলে লাভ নেই। ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। মহাকুম্ভকে আমি সম্মান জানাই। কিন্তু প্ল্যান না করে একটা কুম্ভ করলেন! কত মানুষ মারা গেছে! বড় লোকেদের জন্য ভিআইপি ক্যাম্প। আর গরিবদের জন্য কিছু না। আপনারা মহাকুম্ভের জায়গাটা বিষাক্ত করেছেন।”
এই মর্মে মমতা আরও বলেন, খোঁচা, “ধর্মের জন্য যারা এই মৃত্যু নিয়ে হাইপ তুলছেন তাদের আমি মেনে নিতে পারি না। সিরিয়াস বিষয় নিয়ে হাইপ তুলতে নেই।” যোগীরাজ্যের গাফিলতি নিয়ে কেন্দ্রকে খোঁচা দিয়ে মমতা বলেন, “মহাকুম্ভ শুরু হওয়ার দিন থেকে আজ পর্যন্ত কোনও প্ল্যান হয়নি। দেখছেন না কোটি মানুষ। একটা ট্রেনে যেতে পারে?”
পাশাপাশি মহাকুম্ভে মৃত্যু হওয়া বাংলার মানুষদের প্রসঙ্গও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “কাউকে ডেথ সার্টিফিকেট দেননি। শুধু একটা হ্যান্ড নোট। এর পর বলবেন হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। যদি ডেথ সার্টিফিকেট না দেন. পোস্টমর্টেম না হয় তাহলে কী হবে? আমরির ঘটনায় আমরা সবাইকে ডেথ সার্টিফিকেট দিয়েছিলাম।” এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, “কেএমডিএ সিরিয়াস ইস্যুতে লেবাররা মারা গেল। আপনারা কমিশন পাঠালেন। আর কুম্ভ নিয়ে আপনারা কটা কমিশন পাঠিয়েছেন?”
যোগী প্রশাসন এবং কেন্দ্রের অকর্মণ্যতা যে মহাকুম্ভকে মৃত্যুপুরীতে পরিণত করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এবার এ রাজ্যের গঙ্গাসাগরের সঙ্গেও তুলনা করে কেন্রকে একহাত নিয়েছেন মমতা। তিনি বলেছেন, “গঙ্গাসাগর মেলার সময় আমরা কোনও ভিআইপি অনুমতি দিইনি। ধর্ম ঘরে পালন করার জন্য। ধর্ম বিক্রি করে দেশ ভাগ করছেন। আমরা ধর্ম বিক্রি করি না। ভিআইপিদের জন্য ভো-ভো করতে করতে গরিবদের মারছেন।”