কলকাতা: প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার সময়ে স্কুল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরেও তার অন্যথা হল না। মঙ্গলবার দুপুরে বিধানসভা যাওয়ার পথে ভবানীপুর এলাকার এক নামী স্কুল পরিদর্শনে হাজির হলেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক বছরের মতো এই বছরেও তিনি পরীক্ষা চলাকালীনই হাজির হলেন স্কুলে। অপেক্ষারত অভিভাবকদের সঙ্গেও কথা বলেন মমতা। এরপরেই স্কুলের প্রিন্সিপালের সঙ্গে স্কুলের সংস্কার নিয়ে আলাপ-আলোচনাও এরে ফেলেন।
মঙ্গলবার পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে বিধানসভা যাওয়ার পথে ভবানীপুরের একটি স্কুলের সামনে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। বাইরে দাঁড়িয়ে থাকা অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রীর আগমনের খবর পেয়ে স্কুলের প্রিন্সিপাল তাঁকে স্বাগত জানাতে চলে আসেন বাইরে। তাঁর সঙ্গে স্কুলের সংস্কার নিয়ে কথা হয় মুখ্যমন্ত্রীর।
তিনি প্রিন্সিপালকে জানান, পরীক্ষা শেষ হয়ে গেলে যেন বিল্ডিংয়ের কাজকর্ম সংক্রান্ত একটি রিপোর্ট তৈরি করে তাঁর কাছে পাঠানো হয়। তিনি তা দেখে ব্যবস্থা নেবেন। কার হাত দিয়ে দেবেন রিপোর্ট? তাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তাঁর এমন আন্তরিকতায় মুগ্ধ স্কুলের শিক্ষিকারা। পরীক্ষার শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে দেখে খুশি হয় পরীক্ষার্থীরাও। তাঁকে প্রণাম করে আশীর্বাদ নেন।
প্রসঙ্গত, প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার সময়ে স্কুল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষা চলাকালীনই মূলত তিনি যান। দূর থেকে পরীক্ষার হলগুলিতে একবার চোখ বুলিয়ে নেন। মাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল বাড়াতেই মূলত তিনি প্রতি বছর স্কুল পরিদর্শনে যান মমতা। এবারও তার অন্যথা হল না।