কলকাতা: বিজেপির অপপ্রচারের জবাব দিয়ে এবার বিধানসভায় কড়া ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর অগ্নিবাণে পুড়ে ছাই বিরোধী শিবির। বিজেপির নোংরা মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে সমস্ত অভিযোগের ও অপপ্রচারের পাল্টা জবাব দিলেন মমতা। ‘মুসলমানের সরকার’ বলে রাজ্য সরকারকে কটাক্ষ করেছে পদ্ম বিধায়ক তথা বিজেপি। এবার তা নিয়েও বিরোধীদের তুলোধনা মমতার।
বারবার সংখ্যালঘুদের তোষণের অভিযোগ তুলে মুস্লমানের সরকার বলে কটাক্ষ করেছে বিজেপি। রাজ্য সরকারের বিরুদ্ধে এহেন মিথ্যাচারের বিরুদ্ধে এবার সরব মমতা। এদিন তিনি বললেন, ”আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর মুসলিম লিগ করি। আমায় এসব শুনতে হবে এখন? জম্মু কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে সম্পর্ক? আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর মুসলিম লিগ করি। এই বয়সে এসে শুনতে হচ্ছে? এর চেয়ে তো মৃত্যু ভালো।”
এছাড়া সন্ত্রাসবাদী সন্দেহে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে একাধিক সন্দেহভাজনকে। তাদের সঙ্গে আইএস যোগও মিলেছে। এ নিয়ে বিরোধীরা অভিযোগ তুলেছেন, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী নাকি এই সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়েছেন। এবার এই অপপ্রচারের বিরুদ্ধেই রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মমতা। তিনি বলেন, ”আপনি যদি প্রমাণ করতে পারেন তবে আমি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে চলে যাব। আর এই কথা প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়ে জানাব।”
তাঁর কথায়, ”আমায় মুসলিম লিগ বলছেন? আপনারা তো নির্বাচনের সময় সাহায্য নেন মুসলিম লিগেরই। বেলুন ফাঁস করব? বাজে কথা বললে জনগণ থোতা মুখ ভোঁতা করে দেবে।” এই মর্মে তিনি আরও বলেন, ওরা যে আমায় গালি দিয়ে যাচ্ছে, অপেক্ষা করুন প্রত্যুত্তরের জন্য।