প্র্য়াগরাজ: সদ্য নয়াদিল্লির পদপিষ্ট হওয়ার ঘটনাকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। এর মধ্যেই আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। মহাকুম্ভ শেষের পরে ফের চালু করা হবে এই স্টেশন। ২৭ ফেব্রুয়ারি থেকে ফের চালু করা হবে। বাতিল করা হয়েছে ১৫টি ট্রেনের রুট।
গত শনিবার নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে পরিস্থিতি সামাল দিতে নাজেহাল দশা রেল কর্তৃপক্ষের। এই অবস্থায় গত ১৪ ও ১৬ ফেব্রুয়ারি এই স্টেশন বন্ধ রেখেছিল রেল।এবার মেলা চলাকালীন পুরোপুরি তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, প্রয়াগরাজ স্টেশন হয়ে যাওয়া ১৫টি দূরপাল্লার ট্রেনকে অন্যপথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যাতে পুণ্যার্থীদের ভিড় আটকানো যায়। মহাকুম্ভ চলাকালীন এই ১৫টি ট্রেন প্রয়াগরাজ স্টেশনে আসবে না।
মহাকুম্ভ শেষের পথে প্রায়! এতদিন এত মর্মান্তিক দুর্ঘটনার পরে অবশেষে ঘুম ভাঙল রেলের। যোগী রাজ্যের দুর্দশার গল্প এখন সারা দেশের চর্চার বিষয়। রেলের তরফ থেকে এবং যোগী সরকারের পক্ষ থেকে যথযথ নিরাপত্তা ব্যবস্থা আগেই নেওয়া হলে এ ধরণের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাতে হত না পুণ্যার্থীদের। এমনটাই মনে করছে বিভিন্ন মহল।