মহাকুম্ভের আবহে অব্যাহত মৃত্যুমিছিল। আরও একবার প্রকাশ্যে এল রেলের অপদার্থতা-অব্যবস্থার দুর্বিষহ চিত্র। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ১৮ জন পুণ্যার্থী। রবিবার স্টেশন চত্বর ছিল কানায় কানায় পূর্ণ। কার্যত দমবন্ধ করা পরিস্থিতি। প্রয়াগরাজগামী ভিড় ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ির জেরেই পদপিষ্ট হয়ে একের পর এক পুণ্যার্থীর মৃত্যু হল। আহত অনেকেই। ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। এই ঘটনা আরও একবার দেখিয়ে দিল, কোন বড় অনুষ্ঠানের ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনা কতটা জরুরি। কুম্ভগামী পুণ্যার্থীদের সবরকম সুযোগ সুবিধা দেওয়া উচিত, কষ্ট নয়। এই ধরনের যাত্রা যেন সর্বান্তকরণে নিরাপদ এবং সুসংগঠিত হয় তা নিশ্চিত করা অপরিহার্য। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা, এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
এহেন মর্মান্তিক ঘটনার প্রসঙ্গে মোদী সরকারকে সরাসরি নিশানা করেছে ঘাসফুল শিবির। রেলের ব্যর্থতা নিয়ে সরব হয়েছে তৃণমূল। তাদের কথায়, রেলে কার্যত নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। রেলযাত্রা আর আতঙ্ক প্রায় সমার্থক হয়ে গিয়েছে। রেল বাজেট তুলে দিয়েছে কেন্দ্র। যাত্রী নিরাপত্তার ব্যবস্থা শিকেয় উঠেছে। মহাকুম্ভকে কেন্দ্র করে একের পর এক যা ঘটে চলেছে, তা ভীষণই অসমীচীন ও দুর্ভাগ্যজনক।