কার্যত ঢাকে কাঠি পড়ে গিয়েছে আইপিএলের অষ্টাদশ সংস্করণের। ঘোষিত হয়ে গেল পূর্ণাঙ্গ সূচি। আগামী ২২ মার্চ প্রথম ম্যাচে ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। গতবারের চ্যাম্পিয়ন নাইটরা আইপিএল অভিযান শুরু করছে ঘরের মাঠ থেকেই। ২০০৮ সালে প্রথম আইপিএলে মুখোমুখি হয়েছিল দুই দল। এবার ফের কেকেআর-আরসিবি লড়াই দিয়েই শুরু হচ্ছে আইপিএল।নাইটদের পরের ম্যাচ ২৬ মার্চ, রাজস্থানের বিরুদ্ধে গুয়াহাটিতে। গতবার গুয়াহাটিতে দু-দলের ম্যাচ প্রবল বর্ষায় বাতিল হয়ে যায়। ৩১ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিক-রোহিতদের মুম্বইয়ের মুখোমুখি হবে নাইটরা।
৩ এপ্রিল ইডেনে ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। গতবার কামিন্সদের হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ফলে এবারের দ্বৈরথ দেখার জন্য প্রবল উৎসুক ক্রিকেটপ্রেমীরা। ঘরের মাঠে নাইটদের পরের লড়াই লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে। ৬ এপ্রিল, দুপুর ৩:৩০ থেকে শুরু হবে সেই ম্যাচ। এরপর দুটি অ্যাওয়ে ম্যাচে ১১ এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে ও ১৫ এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে নামবে নাইটরা। ২১ এপ্রিল গুজরাটের বিরুদ্ধে ও ২৬ এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ কলকাতায়। ২৯ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে অ্যাওয়ে ম্যাচের পরই ইডেনে পর পর দুটি ম্যাচ। ৪ মে রাজস্থানের বিরুদ্ধে ও ৭ মে চেন্নাইয়ের বিরুদ্ধে।নাইটরা শেষ দুটি ম্যাচ খেলবে বাইরে। ১০ মে হায়দরাবাদ ম্যাচের পর ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্বের অভিযান। অর্থাৎ চেন্নাই, রাজস্থান, হায়দরাবাদ ও পাঞ্জাবের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে নাইটরা। অন্য দিকে মুম্বই, গুজরাট, লখনউ ও দিল্লির বিরুদ্ধে একটি করে ম্যাচ রয়েছে তাদের।
এক নজরে দেখে নেওয়া যাক ২০২৫ আইপিএলে নাইটদের সূচি :
২২ মার্চ : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, শনিবার, কলকাতা (সন্ধে ৭:৩০)।
২৬ মার্চ : রাজস্থান রয়্যালস, বুধবার, গুয়াহাটি ৭:৩০ (সন্ধে ৭:৩০)।
৩১ মার্চ : মুম্বই ইন্ডিয়ান্স, সোমবার, মুম্বই (সন্ধে ৭:৩০)।
৩ এপ্রিল : সানরাইজার্স হায়দরাবাদ, বৃহস্পতিবার, কলকাতা (সন্ধে ৭:৩০)।
৬ এপ্রিল : লখনউ সুপার জায়ান্টস, রবিবার, কলকাতা (বিকেল ৩:৩০)।
১১ এপ্রিল : চেন্নাই সুপার কিংস, শুক্রবার, চেন্নাই (সন্ধে ৭:৩০)।
১৫ এপ্রিল : পাঞ্জাব কিংস, মঙ্গলবার, মুল্লানপুর (সন্ধে ৭:৩০)।
২১ এপ্রিল : গুজরাট টাইটান্স, সোমবার, কলকাতা (সন্ধে ৭:৩০)।
২৬ এপ্রিল : পাঞ্জাব কিংস, শনিবার, কলকাতা (সন্ধে ৭:৩০)।
২৯ এপ্রিল : দিল্লি ক্যাপিটালস, মঙ্গলবার, দিল্লি (সন্ধে ৭:৩০)।
৪ মে : রাজস্থান রয়্যালস, রবিবার, কলকাতা (বিকেল ৩:৩০)।
৭ মে : চেন্নাই সুপার কিংস, বুধবার, কলকাতা (সন্ধে ৭:৩০)।
১০ মে : সানরাইজার্স হায়দরাবাদ, শনিবার, হায়দরাবাদ (সন্ধে ৭:৩০)।
১৭ মে : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু,।শনিবার, বেঙ্গালুরু (সন্ধে ৭:৩০)।