কলকাতা: মহাকুম্ভ নিয়ে বিড়ম্বনার শেষ নেই। একের পর এক দুর্ঘটনায় জর্জরিত যোগী রাজ্য। ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটল মহাকুম্ভে যাওয়ার পথে। বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বোলেরো গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জন পুন্যার্থীর। আহত হয়েছেন বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ১৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, শুক্রবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে প্রয়াগরাজ- মির্জারাজ হাইওয়েতে। মৃতেদের পরিচয় খুঁজতে গিয়ে দেখা গিয়েছে প্রায় সকলেই ছত্তিশগড়ের কোরবার বাসিন্দা। একটি সংবাদ সংস্থ সূত্রে জানা গিয়েছে, বোলেরো গাড়িটি মহাকুম্ভের উদ্দেশ্যে যাচ্ছিল। তাঁরা মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের জন্য যাচ্ছিলেন। ওই বাসটি আসছিল মধ্যপ্রদেশের রাজগড় থেকে। এরপরেই এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে ওই বাস ও বোলেরো গাড়িটি।
এরপরেই দুর্ঘটনা দেখে স্থানীয়রা ছুটে এসে খবর দেন থানায়। শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ১০ জন। পুলিশ এসে দ্রুত দেহগুলো উদ্ধার করে। এরপর আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে দুর্ঘটনাটি কিভাবে ঘটল তা এখনও জানা যায়নি। ঘটনার পরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ খোঁজ নিলেও তাতে খুশি হচ্ছেন না আমজনতা। মহাকুম্ভের বিপর্যয়ের ঘটনা একের পর এক সামনে আসছে। কিন্তু মহাকুম্ভে পুণ্যার্থীদের প্রকৃত নিরাপত্তা দিতে আদতে কি করেছে প্রশাসন? তা নিয়ে এখন বারবার প্রশ্ন উঠছে। নিরাপত্তা সুনিশ্চিত করলে এত পুণ্যার্থীদের মৃত্যু হত না, এমনটাই মনে করছে বিভিন্ন মহল।