জননেত্রী তিনি। জনতার কাছের মানুষ, কাজের মানুষ। কেবল বাংলাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার বিস্তার যে আসমুদ্রহিমাচল, তা প্রমাণ হয়ে গিয়েছে বারবার। জাতীয় রাজনীতির চালচিত্রে ক্রমশই নির্ণায়ক হয়ে উঠছে তাঁর ভূমিকা। মমতার উপর আস্থা বাড়ছে দেশবাসীর৷ অদূর ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রীর পদে তাঁকে দেখতে আগ্রহ অনেকাংশের মানুষ৷ এক বহুল পঠিত ভারতীয় পত্রিকার সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য৷ সমীক্ষার রিপোর্ট বলছে, এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে তৃণমূল কংগ্রেসের আসন বাংলায় ২৯ থেকে বেড়ে হবে ৩০৷ বিজেপির একটিও আসন বাড়ার কোনও সম্ভাবনা নেই৷ তারা ১২তে আটকে থাকবে৷ আরও শোচনীয় হবে কংগ্রেস এবং সিপিএমের অবস্থা।
প্রসঙ্গত, উক্ত পত্রিকা-গোষ্ঠীর সমীক্ষা অনুযায়ী ২০২৪ সালের আগস্ট মাসে সমীক্ষা করা হয়েছিল দেশের এগিয়ে থাকা রাজনীতিবিদদের মধ্যে৷ তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ছিলেন, ২০২৫ সালের সমীক্ষায় প্রায় দ্বিগুণ জনপ্রিয়তা বেড়েছে তাঁর৷ তাঁর মতো অভিজ্ঞ প্রশাসক এবং দক্ষ রাজনীবিদকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় মানুষ৷ দল হিসেবে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে লোকসভায় ৩০টি আসন পাওয়া মানে, ২০২৬-এ বিধানসভা নির্বাচনে তৃণমূলের দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ফের বাংলার মসনদে ফেরাটা স্রেফ সময়ের অপেক্ষা৷ অন্যদিকে ক্রমশ পিছিয়ে পড়ছে বিজেপি। বারবার ফুটে উঠছে তাদের আভ্যন্তরীণ কোন্দল ও সাংগঠনিক দুর্বলতা।