কলকাতা: উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় রাজ্য বিধানসভায় ভাষণ দেওয়ার আবেদন জানিয়েছেন। তাঁর দূত মারফত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আবেদন জানিয়ে বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার অনুরোধ জানিয়েছেন ধনকড়। এবার ধনকড়ের ইচ্ছাকেই স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভায় বাজেট পেশ হল বুধবারই। বাজেটের ঘোষণার পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা ববন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে এসে ধনকড়ের ইচ্ছাকে স্বাগত জানান মমতা। তিনি বলেন, “ভালোই তো, ওঁর বাংলার কথা মনে পড়েছে। যখন কোনও স্পেশাল সেশন করব ওঁকে (ধনকড়) ডাকব।”

কয়েকদিন আগে দূত মারফত বিধানসভায় ভাষণ রাখার ইচ্ছেপ্রকাশ করেছিলেন ধনকড়। জানিয়েছিলেন, রাজ্যের বার্তা তিনি পড়ে শোনাতে চান। তা জানতে পেরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে জানান, ”এখন বাজেট অধিবেশন চলছে। এরপর বিশেষ অধিবেশন ডেকে বক্তব্য পেশের ব্যবস্থা করা হবে।” বুধবারও সেই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।