কলকাতা: ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল। এর মধ্যেই অন্যান্য রাজ্যে পদ্ম শিবিরের সিংহাসন দখলের ছকের মূল অস্ত্র আদতে যে ভুয়ো ভোটার তা-ই সাফ জানালেন মমতা। দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানার মতোই বাংলাতেও ভুয়ো ভোটার ঢোকানোর ছক কষছে বিজেপি, তবে তা নিয়ে সতর্ক তৃণমূল। বুধবার এরকমই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যান্য রাজ্যের দিকে নজর রাখলে বিজেপির রণনীতির মূল অস্ত্র যে ভুয়ো ভোটার তা বোঝা যাচ্ছে। দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু মহারাষ্ট্রে বিধানসভা ভোটে এরূপ চিত্র দেখা গেলেও তার কয়েক মাস আগেই হওয়া লোকসভা ভোটে বিপর্যস্ত অবস্থা ছিল বিজেপির। হরিয়ানার নির্বাচনেও একই চিত্র ধরা পড়ে। এই প্রসঙ্গে বিরোধীরা অভিযোগ তোলে, দিল্লি, মহারাষ্ট্র এবং হরিয়ানাতে সুপরিকল্পিতভাবে ভূতুড়ে ভোটার ঢুকিয়ে এই ফলাফল পেয়েছে পদ্ম শিবির। এই তিন রাজ্য থেকে শিক্ষা নিয়ে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে সতর্ক রয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একটি ভুতুড়ে রাজনৈতিক দলের কাজ হল ভোটার তালিকায় ভুয়ো নাম তোলা। মহারাষ্ট্রে হঠাৎ ভোট বাড়ল কী করে? দিল্লিতে কী হয়েছিল। সব সামনে আসবে একদিন।” তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গেও বাইরের লোক এসে বসে আছে। সব বিধানসভা কেন্দ্রে ২০ হাজার করে তারা ভোট বাড়ানোর প্ল্যানে আছে। আমাদের কাছে সব খবর আছে। কিন্তু মনে রাখবেন, এটা বাংলা। কোনও প্ল্যান এখানে কাজ করবে না। সব আমরা ভেস্তে দেব।” বিজেপির এই রণকৌশল নিয়ে তিনি আগেভাগেই যে প্রস্তুত তা স্পষ্ট জানান এদিন।