সম্প্রতিই সংসদে দাঁড়িয়ে কর্মসংস্থান প্রসঙ্গে বাংলার সরকারকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর বুধবার বাংলা বিধানসভায় রাজ্য বাজেট পেশ হওয়ার পর তাঁকে সপাট জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “কাদের দুর্নীতির কথা বলছেন? কেন্দ্র আগে নিজেদের দুর্নীতি ঢাকুক। নির্মলাজি বাংলা নিয়ে কম ভাবুন। উজ্জ্বলার কী হল জবাব দেবেন? সবাইকে আপনারা নিয়ন্ত্রণ করতে চান।” কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জবাব দিতে গিয়ে কোন কোন ক্ষেত্রে রাজ্যে কত কর্মসংস্থান তার তথ্য তুলে ধরেন মমতা। নির্মলার অভিযোগ যে সম্পূর্ণ রাজনৈতিক, তা উল্লেখ করে তিনি জানান, এই বাজেটে নানা গেমচেঞ্জার প্রকল্প রয়েছে। যা আগামী দিনে আরও কর্মসংস্থানের পথ দেখাবে।
এর পাশাপাশি, কীভাবে বাংলায় ১ কোটি ৭২ লক্ষ মানুষ দারিদ্রসীমার নিচ থেকে উপরে উঠে এসেছে, সেই তথ্য দিয়ে মমতা বলেন, “সারা দেশে চাকরি কোথায়? সর্বত্র যখন চাকরি যাচ্ছে, তখন বাংলায় লক্ষ লক্ষ যুবকের চাকরি হচ্ছে।” এর আগে সংসদে নজিরবিহীনভাবে বাংলাকে আক্রমণ করেছিলেন নির্মলা। এদিন সেই বিষয়েই প্রশ্ন করা হলে মমতা তাঁর ক্ষোভ ব্যক্ত করেন। পাল্টা তথ্য দিয়ে নস্যাৎ করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সব যুক্তি। মমতার পাশে বসেই অমিত মিত্র জানান, কেন্দ্রীয় সরকারের ঋণ নেওয়ার ফলে দেশের জনগণের মাথাপিছু ১ লক্ষ ৪১ হাজার ১৩১ কোটি টাকা দেনা। ৫৬.১% জিডিপি ঋণ। “যদি ২ লক্ষ কোটি টাকা বাম আমলের দেনা নিয়ে আমরা ক্ষমতায় না আসতাম, তাহলে উন্নয়নে আরও টাকা খরচ করতে পারতাম। এবছরই ৮০ হাজার কোটি টাকা শুধু ঋণই শোধ করেছি”, সাফ জানান মমতা।
