কলকাতা: রাজ্য ও রাজ্যপালের সংঘাত নতুন কিছু ব্যাপার নয়। বাংলায় জগদীপ ধনকড়ের সময়েও রাজ্যপাল ও রাজ্যের দ্বন্দ্ব প্রকাশ্যে চলত। এরপর সিভি আনন্দ বোসের সময়ও এই একই ছবি সামনে আসে। শাসকদলের বিরুদ্ধে রাজ্যপালকে আক্রমণাত্মক মন্তব্য করতে শোনা যায়। কিন্তু এবার বাজেটের সূচনা ভাষণে দেখা গেল অন্য চিত্র। রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা শোনা গেল এদিন। এরমধ্যেই এবার রাজ্য বিধানসভায় বক্তব্য রাখার জন্য ইচ্ছাপ্রকাশ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।
জানা গিয়েছে, জগদীপ ধনকড় তাঁর দূত মারফত স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের কাছে এই সংক্রান্ত আবেদন জানিয়েছেন। দিন পনেরো আগে দূত মারফত বিধানসভায় ভাষণ রাখার ইচ্ছেপ্রকাশ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। বিধানসভার তরফে বলা হয়েছে, বিশেষ অধিবেশন ডেকে তাঁর বক্তব্য পেশের ব্যবস্থা করা হবে। উপরাষ্ট্রপতির প্রতিনিধি জানিয়েছেন, রাজ্য যা চাইবে তিনি তাই বলবেন।

উল্লেখ্য, বাংলার রাজ্যপাল পদে দীর্ঘসময় ধরে ছিলেন জগদীপ ধনকড়। সেই পদে থাকাকালীন রাজ্যের সঙ্গে তার সুসম্পর্ক কখনোই চোখে পড়তো না। একাধিক ইস্যু নিয়ে বারবার জগদীপ ধনকড়ের সঙ্গে সংঘাত লেগেই থাকতো। তার মুখেও এমন কিছু মন্তব্য শোনা যেত যা একেবারেই রাজ্যকে আক্রমণ করে। তৎকালীন সময়ে রাজ্যের ভূমিকা নিয়েও তিনি একাধিক প্রশ্ন তোলেন। কিন্তু বর্তমানে বিধানসভায় ভাষণ দেবার ইচ্ছাপ্রকাশ প্রমাণ করে দিচ্ছে যে এসব দ্বন্দ্ব অতীত। তবে রাজনৈতিক মহলে জগদীপ ধনকড়ের বিধানসভায় ভাষণ দেবার আবেদন নিয়ে চর্চা তুঙ্গে।