কলকাতা: সম্প্রতি কাঠের উনুনে রান্না করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় অঙ্গনওয়াড়ি কর্মীর। বালুরঘাটের এই ঘটনা আতঙ্ক ছড়ায়। এরপরেই তড়িঘড়ি রাজ্য সরকার ব্যবস্থা নিতে তৎপর হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নায় শুধুমাত্র এলপিজি গ্যাস ব্যবহার করা যাবে। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে।
৭ ফেব্রুয়ারি, বালুরঘাট গ্রামীণ এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার সময় ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। ১৮ বছর ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত এক ৫৫ বছর বয়সি কর্মী কাঠের উনুনে রান্না করার সময় আচমকা তাঁর কাপড়ে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তিনি অগ্নিদগ্ধ হন। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই আগামী আর্থিক বছরেই গোটা রাজ্যে সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজি কানেকশনের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

তিনি আরও জানান, নিজস্ব রান্নাঘর আছে এমন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রথমে কাজ শুরু হয়েছে। রাজ্যে এরকম ৮১ হাজার ৩২১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, যেখানে এলপিজি কানেকশন দিতে মোট খরচ হবে ৩৭ কোটি ৮১ লক্ষ ৪২ হাজার ৬৫০ টাকা। বর্তমানে রাজ্যের অধিকাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই এলপিজি কানেকশন দেওয়ার কাজ শুরু হয়েছে।