প্রত্যাশিতভাবেই ঘাটালবাসীর জন্য সুসংবাদ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকার বরাবর সাহায্যের ব্যাপারে উদাসীন থাকলেও বন্যা-বিভ্রাট থেকে ঘাটালকে রক্ষা করতে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছিল মা-মাটি-মানুষের সরকার। কাজও শুরু হয়। বুধবার রাজ্য বাজেটে সেই প্রকল্পেই ৫০০ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হল। বুধবার বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, দু বছরের মধ্যে সম্পূর্ণ হবে ঘাটাল মাস্টার প্ল্যান। তার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।
পাশাপাশি, এবারের বাজেটে নদীমাতৃক এলাকার মানুষজনের কর্মসংস্থানের জন্য নতুন প্রকল্প ঘোষণা করা হল বাজেটে। ‘নদী বন্ধন’ নামে প্রকল্পের মাধ্যমে বিভিন্ন নদী ও জলাশয়ের মধ্যে সংযোগ ঘটিয়ে কর্মসংস্থান করার লক্ষ্যে এই প্রকল্প। তাতে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া রাজ্যে নদী ভাঙনের সমাধানের লক্ষ্যে মাস্টার প্ল্যান প্রয়োজন বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। তার জন্য বরাদ্দ করা হল ২০০ কোটি টাকা। গ্রহণ করা হবে পাইলট প্রকল্পও।
প্রসঙ্গত, বছরের পর বছর ধরে বৃষ্টিতে বানভাসি ঘাটালবাসীর দুর্গতির কারণ হয়ে উঠেছিল। কেন্দ্রের অসহযোগিতায় দীর্ঘদিন আগে এই পরিকল্পনা তৈরি থাকলেও বাস্তবায়ন থেকে তা কয়েক যোজন দূরেই রয়ে গিয়েছিল। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে সেখানকার সাংসদ দীপক অধিকারীর সঙ্গে আলোচনা সাপেক্ষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন করবে রাজ্য সরকার। তারপর থেকেই তোড়জোড় শুরু হয়। ইতিমধ্যে প্রাথমিক কাজকর্মের অনেকটা হয়েও গিয়েছে। এবারের বাজেটে সেই পরিকল্পনাকে দ্রুত বাস্তবায়নের সময়সীমা স্থির করে নির্দিষ্ট অর্থ বরাদ্দ করা হল। ২ বছরের মধ্যে কাজ শেষ হবে। ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বুধবার বাজেটে এই ঘোষণার পর খুশির হাওয়া বইছে ঘাটালের বাসিন্দাদের মনে।