কলকাতা: বুধবারের রাজ্য বাজেটে সাধারণ মানুষের জন্য বিশেষ ঘোষণার দিকে তাকিয়ে ছিল সকলেই। এবার রাজ্য বাজেট ঘোষণার পরেও আশামতোই ফল পেলেন রাজ্যবাসী। বুধবার বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়েছে মমতার সরকার।
রাজ্য বাজেটে কী কী ঘোষণা হল –
ডিএ বৃদ্ধি – রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হবে সেই বর্ধিত ডিএ।
ঘাটাল মাস্টার প্ল্যান- এই খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী ২ বছরে সেই প্ল্যান শেষ হওয়ার কথা জানানো হয়েছে।
‘বাংলার বাড়ি’ প্রকল্পের শেষ পর্যায়ের টাকা দেওয়া শুরু হবে ২০২৫-এর জুন মাস থেকে।
স্মার্টফোন- আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে। এই খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা রাজ্য বাজেটে।

নদীবন্ধন- এই প্রকল্পে বরাদ্দ করা হচ্ছে ২০০ কোটি টাকা। নদী ও জলাভূমির মধ্যে সংযোগ স্থাপনের জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে।