কলকাতা: ফের রেল নিয়ে বিপত্তি! শিয়ালদহ স্টেশনে এবার দুর্ঘটনা। বুধবার সকালেই আগুন লাগল নৈহাটি লোকালে। জানা যাচ্ছে, ট্রেনের ওভারহেডের তার থেকেই আগুন লাগার ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় শিয়ালদহে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় আপ নৈহাটি লোকাল। কিন্তু আচমকাই সেটিতে আগুন লেগে যায়। ট্রেনের প্রথম কামরার উপরে প্যান্টোগ্রাফ, ওভারহেডের তার ছুঁতেই আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। আর তা দেখে হইচই পড়ে যায় গোটা স্টেশনে।

এরপরেই আগুন নিয়ন্ত্রণে আনতে রেলকর্মীরা তৎপর হন। প্ল্যাটফর্মের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে ট্রেনের কামরায় কেউ না থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি, বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, এদিন সকালে শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়েছিল নৈহাটি যাওয়ার প্রথম লোকাল ট্রেন। বহু যাত্রী সেটিতে চেপে কাজে যান। আচমকা ওই ট্রেনেই লাগে আগুন। তবে ট্রেন দাঁড়িয়ে থাকার বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।
তবে বারবার ট্রেনের সমস্যা, দুর্ঘটনা নিয়ে চিন্তা বাড়ছে যাত্রীদের। রেলব্যবস্থা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। সদ্য পেশ করা কেন্দ্রের বাজেটে গতবারের মতো বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু তাতেও কি আদতে রেল সুরক্ষা দিতে পারছে? নিত্যনতুন দুর্ঘটনার খবর সামনে আসছে। মঙ্গলবার উত্তরবঙ্গ, বুধে শিয়ালদহ এরকম দুর্ঘটনার তালিকা ক্রমশ বেড়েই চলেছে। এহেন পরিস্থিতিতে বারবার যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন!