ঘাটাল: দ্রুতই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে রাজ্য সরকার। বন্যার হাত থেকে রক্ষা পেতে রাজ্য নিজের অর্থে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের পথে হাঁটছে। কাজ শুরুও হয়ে গিয়েছে। এবার সেই মাস্টার প্ল্যান কতদূর বাস্তবায়ন হল! তা নিয়েই বৈঠক হবে ঘাটালে। আগামী ১৬ তারিখ, রবিবার ঘাটালে হবে বৈঠক। সেচ দফতরের তরফে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে হাজির থাকবেন সেচমন্ত্রী মানস ভুঁইঞা।
ঘাটালের সাংসদ দেবের অনুরোধেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের পথে হাঁটে রাজ্য সরকার। বর্ষার মরশুমে বন্যার হাত থেকে বাঁচাতে এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রাজ্য সরকার। কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে রাজ্যের তরফ থেকেই এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেচ দফতরের পক্ষ থেকে কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে কাজও শুরু করেছে সেচ দফতর। ২০১১ সালে ডিপিআর অনুযায়ী এই কাজের অন্যতম অংশ শিলাবতী নদীর বাঁদিকে পাড়ে সাড়ে তিন কিলোমিটার গার্ডওয়াল নির্মাণ। সেই কাজ শুরু হয়েছে। এছাড়া দুটি পাম্প হাউস তৈরি হচ্ছে। পরবর্তী ধাপে কাঁসাই, রূপনারায়ণ নদীবাঁধের সংস্কার করার কথা। এবার সেই কাজই কতটা এগোল এখন পর্যন্ত? আরও কতটা বাকি? আগামী বর্ষার মরশুমেও কি ফি বছরের মতো বানভাসি হতে হবে ঘাটালকে নাকি কিছুটা হলেও সুরাহা মিলবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আগামী ১৬ তারিখ ঘাটালে বৈঠক করবে সেচ দফতর।