বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন বাংলায়। এখন থেকেই তার প্রস্তুতিতে নেমে পড়েছে তৃণমূল। বিন্দুমাত্র ত্রুটি রাখতে নারাজ ঘাসফুল-নেতৃত্ব। সোমবার দলের বিধায়কদের সঙ্গে পরিষদীয় বৈঠক সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর আত্মবিশ্বাসের সুরেই জানালেন, ২০২৬-এও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে তৃণমূল। একই সঙ্গে তাঁর বার্তা, বাংলার ভোটে কারও প্রয়োজন নেই তৃণমূলের। একা লড়েই ফের ক্ষমতায় আসবে তারা।
আজ থেকেই শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। তার আগে এদিন বিধানসভা ভবনে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক করেন মমতা। তৃণমূল নেত্রীর কথায়, “বাংলায় কাউকে দরকার হবে না। এখানে কংগ্রেসের কিছু নেই, আমরা একাই যথেষ্ট। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২৬-এ আমরাই ফিরব।” একই সঙ্গে দলীয় বিধায়কদের সতর্ক করেন তিনি। বলেন, “বিজেপি ভোটে জেতার জন্য ভিনরাজ্যের ভোটারদের ভোটার তালিকায় নাম তুলে দেবে। সতর্ক হতে হবে।”
প্রসঙ্গত, ২৬ বছর পর দিল্লীর মসনদ দখল করেছে বিজেপি। এর পরেই বিজেপির অনেক নেতাই বাংলা দখলের স্বপ্নে বিভোর। এদিন সেই জল্পনা উড়িয়ে দিয়ে মমতা জানালেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে ঘাসফুল শিবির। রাজনৈতিক মহলের মতেও, গোষ্ঠীদ্বন্দ্বে পর্যুদস্ত বঙ্গ বিজেপির পক্ষে বাংলা জয় কার্যত অসম্ভব। শীঘ্রই যে সংগঠনের অভ্যন্তরেই রদবদল হবে, তাও এদিন স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে বিধায়কদের বলেছেন, বিধানসভা এলাকায় দলের বিভিন্ন গণ সংগঠনের প্রতিটি কমিটির জন্য তিন জনের নাম অরূপ বিশ্বাসের কাছে জমা দিতে হবে ২৫ ফেব্রুয়ারির মধ্যে। তারপরেই কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো।