বাহরুচ: স্কুলের মধ্যে পড়ুয়াদের মারপিটের ঘটনা তো লেগেই থাকে। তবে এবার দুই শিক্ষকের হতাহাতি নিয়ে চাঞ্চল্য ছড়াল স্কুলের অন্দরে। প্রিন্সিপালের সঙ্গে শিক্ষকের তুমুল ঝামেলা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গুজরাতের স্কুলে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গুজরাতের বাহরুচ জেলার নবযুগ স্কুলে। স্কুলের প্রিন্সিপাল হিতেন্দ্র সিং ঠাকরের সঙ্গে বিজ্ঞানের শিক্ষক রাজেন্দ্র পার্মারের ঝামেলা হাতাহাতিতে চলে যায়। আর সেই ভিডিও ভাইরাল হতেই জল্পনা তুঙ্গে উঠেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রাজেন্দ্রকে কার্যত টেনেহিঁচড়ে মাটিতে নামানোর চেষ্টা করছেন হিতেন্দ্র। তারপর তাঁকে একটা বা দুটো নয়, ১৮টি চড় মেরেছেন! ওই ঘরের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই গোটা ঘটনাটি।
প্রিন্সিপাল হিতেন্দ্র সিং দাবি করেছেন, পড়ুয়াদের সঙ্গে আচরণ ঠিক নয় রাজেন্দ্রর। ক্লাসে খারাপ ব্যবহার করেন এবং ছাত্রছাত্রীদের গালিগালাজও করেন তিনি। এমনকী মাঝেমধ্যে পড়ুয়াদের নিজের বাড়িতেও ডাকেন তিনি। সেই প্রেক্ষিতেই তাঁর সঙ্গে আলোচনা করতে যান হিতেন্দ্র। সেই সময়ে ফের অভব্য আচরণ করেন রাজেন্দ্র। তা নিয়েই ঝামেলা হাতাহাতিতে গড়ায়।

আবার রাজেন্দ্র সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী প্রধান শিক্ষক হিতেন্দ্র সিং ঠাকরেই। তিনি আরও দাবি করেন, সব শিক্ষকদের নিয়ে একটি বৈঠক চলাকালীন হঠাৎ মেজাজ হারিয়ে ফেলেন হিতেন্দ্র, তারপরই তাঁকে মারতে শুরু করেন! পাশাপাশি হিতেন্দ্রর বিরুদ্ধে পড়ুয়াদের দিয়ে পা টেপানোর অভিযোগও করেছেন তিনি।
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর এই ঘটনায় তদন্ত শুরু করেছে শিক্ষা দফতর। কেন এমন ঘটনা ঘটল তা জানতে দ্রুত রিপোর্টও তলব করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে এহেন চরম অব্যবস্থা নিয়ে শোরগোল পড়েছে ওয়াকিবহাল মহলে।