কলকাতা: রাজ্যে শিল্পের বিনিয়োগকে অন্যমাত্রায় নিয়ে যেতে তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে প্রচুর বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এই সমস্ত বিনিয়োগের প্রস্তাব কার্যকর করতে ‘স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি’ গঠন হয়েছে। মূলত, শিল্পে বিনিয়োগ-সহ বিভিন্ন ব্যবসায়িক পরিষেবা দেওয়ার ব্যবস্থাকে আরও মসৃণ করতে এই কমিটি গঠিত হয়েছে।
বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিটি গঠনের কথা জানান। মমতার সেই কথা মেনেই তৈরি হল ‘স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি’। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এই কমিটির কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যসচিব মনোজ পন্থকে মাথায় রেখে ১৮ জনের এই কমিটিতে থাকছেন শিল্প, অর্থ, বিদুৎ-সহ একাধিক দফতরের সচিব। এমনকী থাকবেন রাজ্যের শীর্ষ পুলিশকর্তারাও। পরবর্তীকালে আরও কাউকে যাতে কমিটিতে আনা যায়, সেই জায়গাও রাখা হয়েছে।
এই কমিটির মূল লক্ষ্য, বিনিয়োগের প্রস্তাব এবং ব্যবসায়িক বিষয় সংক্রান্ত যে কোনও পরিষেবার জন্য কেন্দ্রীয় প্ল্যাটফর্ম তৈরি। অনলাইনে বিনিয়োগ প্রস্তাব জমা করা যাবে। তৈরি হয়েছে ওয়েবসাইটও। সময়ের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেওয়া। অনেক ক্ষেত্রেই বিনিয়োগের ছাড়পত্রের জন্য এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরতে হয়। এবার সেই ঘোরাঘুরি বন্ধ করতেই এই সিনার্জি তৈরি করা হল।

আরও জানা গিয়েছে, দ্রুত গতিতে যাতে সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হয়, সেদিকে তীক্ষ্ম নজর রাখবে এই সিনার্জি কমিটি। অনলাইনে খতিয়ে দেখা হবে ব্যবসা সংক্রান্ত যে কোনও ধরনের অভিযোগ। ১৪ দিন অন্তর রিভিউ মিটিংয়ে বসবে তারা। খতিয়ে দেখবে কাজের অগ্রগতি। রাজ্যস্তরেই নয়, জেলাস্তরেও সিনার্জি তৈরি হবে।
প্রসঙ্গত, চলতি বছরের বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে ৪ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। বিগত সাতটি বাণিজ্য সম্মেলনে মোট ১৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর মধ্যে ১২ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়ে গিয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে এবারের সম্মেলনে আসা প্রস্তাবগুলির বাস্তবায়ন সম্ভব হয় তার জন্যই এই সিনার্জি কমিটি গঠনের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।