প্রয়াগরাজ: একাধিকবার দুর্ঘটনা! মহাকুম্ভের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বারবার প্রশ্ন। এর মধ্যেই বিশ্বের সর্ববৃহৎ যানজট প্রয়াগরাজে। মহাকুম্ভে যাওয়ার রাস্তা ঘন্টার পর ঘন্টা বন্ধ। ছোটবড় গাড়ি সহ যানজটে আটকে রয়েছে পণ্যবাহী লরি, অ্যাম্বুল্যান্সও প্রায় ৩০০ কিলোমিটার দীর্ঘ লম্বা যানজট। এহেন যানজটে ঘরে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই সাধারণের। সমস্যায় পড়েছেন যাত্রীরা।
টানা ১২ ঘন্টা যানজটে আটকে গাড়ি। দুর্ভোগে পড়া পুণ্যার্থীরা বলছেন, ত্রিবেণী সঙ্গম ঘাট নয়, পথই আপাতত মহাকুম্ভ মেলায় পরিণত হয়েছে। কুম্ভের রাস্তায় বিহার ছাড়াতেই যানজটের শিকার হতে হচ্ছে জাতীয় সড়ক ধরে যাওয়া মানুষকে। উত্তরপ্রদেশের কাটনি থেকে প্রয়াগরাজ পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য প্রায় ৩০০ কিমি। সেই রাস্তা পুরো গাড়ি ও মানুষজনে ভরে রয়েছে। মধ্যপ্রদেশ, বিহার ও অন্যান্য রাজ্য থেকে জোড়া সড়কগুলির সবকটিই গাড়ির ভিড়ে অবরুদ্ধ হয়ে রয়েছে রবিবার থেকে।

এই পরিস্থিতিতে রাস্তায় পুলিশ ভ্যান নিয়ে মধ্যপ্রদেশ প্রশাসন বিভিন্ন জায়গায় মাইকিং করছে। জনসাধারণ ও ভক্তদের প্রয়াগমুখী না হওয়ার জন্য বারবার করে অনুরোধ জানাচ্ছে। কাটনি জেলা পুলিশ মাইকিং করে বলছে, সোমবার পর্যন্ত কোনও গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। মৈহার পুলিশ গাড়ি চালকদের কাটনি এবং জব্বলপুর হয়ে ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছে অথবা স্থানীয়ভাবে হোটেল, ধর্মশালা ও ধাবায় থেকে যাওয়ার কথা বলছে।
উল্লেখ্য, বিরোধীরা এই বিষয় নিয়ে আঙুল তুলেছে যোগী সরকারের ব্যবস্থাপনার ওপর। রাজ্য পুলিশ ও প্রশাসন পুরোপুরি ব্যর্থ বলেও মনে করছেন বিরোধী শিবির। একাধিক দুর্ঘটনা! পদদলিত মানুষের মৃত্যু, বারবার অগ্নিকাণ্ড এবার যানজটে রাস্তার বেহাল অবস্থা! এই পরিস্থিতিতে যোগী সরকারের মহাকুম্ভ নিয়ে কি নিরাপত্তার পরিকল্পনা কি ছিল? তা নিয়েই প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে।